অনলাইন
চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ, ১৪ ঘণ্টা পর নিথর দেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(৬ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:১২ অপরাহ্ন

চট্টগ্রাম শহরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে ছয় মাসের শিশু নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কাপাসগোলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা শিশুটির নাম সেহরিশ। সে নগরের আছদগঞ্জ এলাকার মো. শহিদের সন্তান। এর আগে গতকাল শিশুটিকে উদ্ধারে সিটি করপোরেশন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর সদস্যরা অভিযান চালায়। রাত ৩টা পর্যন্ত খালের বিভিন্ন অংশে নেমে ডুবুরিরা তল্লাশি করেন। এরপর সকাল ৭টায় নৌবাহিনী পুনরায় অভিযান শুরু করে।
জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে মায়ের কোলে থাকা ওই শিশুসহ তিনজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা খালে পড়ে যায়। পরে রিকশায় থাকা শিশুটির মা ও দাদি খাল থেকে উঠে এলেও শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, চালক অটোরিকশাটি ঘোরাতে গিয়ে খালে ফেলে দেন। তাৎক্ষণিকভাবে দুই নারী উঠে এলেও শিশুটিকে পাওয়া যায়নি। নগরে গতকাল সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ কারণে খালে পানির স্রোত ছিল।
বিষয়টি নিশ্চিত ফায়ার সার্ভিস চট্টগ্রাম স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা জানান, সকালে শিশুটির লাশ খালে ভেসে ওঠে। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।