অনলাইন
কলেজ শেষে বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন, গুলি এসে ফুঁড়ে দিল শরীর!
মানবজমিন ডিজিটাল
(৬ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৩:২০ অপরাহ্ন

কানাডায় এক ২১ বছর বয়সী ভারতীয় ছাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃতের নাম হরসিমরত রান্ধওয়া। কর্মস্থলে যাওয়ার পথে বাসস্টপে অপেক্ষা করছিলেন তিনি। ওই রাস্তা দিয়েই গুলি চালাতে চালাতে যাচ্ছিলেন দুই গাড়িচালক। আচমকাই একটি গুলি এসে লাগে হরসিমরতের বুকে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এক পথচারী দেখতে পেয়েই পুলিশকে খবর দেন। পুলিশ এসে হরসিমরতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হরসিমরত রন্ধাওয়া অন্টারিওর হ্যামিল্টনের মোহক কলেজের ছাত্রী ছিলেন। হ্যামিল্টন পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। হরসিমরতের মৃত্যুতে টরন্টোয় ভারতের কনসুলেট জেনারেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে। এক্স হ্যান্ডলে কনসুলেট জেনারেলের তরফে জানানো হয়েছে, ‘‘হ্যামিলটনে ভারতীয় পড়ুয়া হরসিমরত রান্ধওয়ার মৃত্যুতে আমরা শোকাহত। স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারা জানিয়েছে, দুই ব্যক্তির সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়েছে হরসিমরতের। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব রকম ভাবে সহযোগিতা করা হবে।’’
হ্যামিলটন পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের মাঝে গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তারা ওই তরুণীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার বুকে গুলি লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।’
সংগৃহীত ভিডিও দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, একটি কালো গাড়ির একজন যাত্রী একটি সাদা সেডানের আরোহীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলো। গুলি চালানোর কিছুক্ষণ পরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সূত্র : এনডিটিভি