ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

আখতার হোসেন

বিচার-সংস্কারের রোডম্যাপ দিয়েই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে

স্টাফ রিপোর্টার

(৫ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

mzamin

বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের আলোচনার বিরতিতে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় এনসিপি। বাংলাদেশের সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি। কীভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লিখন করা যায়, গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘নাগরিকদের মৌলিক অধিকার, সেটা যেন নিরঙ্কুশ হয় এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে আলোচনা করেছি।’

আখতার হোসেন বলেন, ‘বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির জন্য যতটুকু সময় প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার ততটুকু সময় পেতে পারে। কোনোভাবেই এই সরকার কাজ ব্যতীত সময় পেতে পারে না। কাজের ভিত্তিতেই এই সরকার সময় পাবে।’

তিনি আরও বলেন, ‘১/১১-এর মতো যে ঘটনা ঘটেছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সেজন্য অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্বে আসবে, তাদের মূল কাজ হবে নির্বাচন আয়োজন করা। নির্বাচনকালীন এই ধরনের সরকারের রূপরেখা কী হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

আখতার হোসেন বলেন, ‘আমরা এখন পর্যন্ত সংবিধানের বিষয়ে আলোচনা করেছি। এখন পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়ে আলোচনা শুরু করতে পারিনি। তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট কেন অন্তর্ভুক্ত হয়নি সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছি। আমাদের মতামতগুলো জানাতে চেয়েছি।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দু’টি নির্বাচন চাচ্ছি, এমন নয়। আমরা একটি নির্বাচনই চাচ্ছি, যেটি আইনসভার নির্বাচন। একইসঙ্গে ওই নির্বাচনটিকেই গণপরিষদের স্ট্যাটাস দেয়া হবে। কারণ, যেকোনো ধরনের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেকোনো সময় হাইকোর্টের চ্যালেঞ্জের শিকার হতে পারে। সংবিধানের বেসিক ফান্ডামেন্টাল রিফর্মেশনের এখতিয়ার শুধুমাত্র গণপরিষদের থাকে। সেজন্য আমরা আসন্ন নির্বাচনকে একইসঙ্গে আইনসভার নির্বাচন ও গণপরিষদের স্ট্যাটাস চাই। যাদের প্রথম কাজ হবে, সংবিধানকে রিরাইট করা। একইসঙ্গে পার্লামেন্টের রুটিন কাজ করবে।’

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপি। সকাল সাড়ে ১০টার পর সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status