অনলাইন
মানবজমিনকে ডিজি হাবিব
নিউ ইয়র্কের রেমিট্যান্স মেলায় অংশ নিচ্ছেন না গভর্নর
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১২ অপরাহ্ন

এক রেমিট্যান্স মেলা নিয়ে যেন দুভাগে বিভক্ত হয়ে গেছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি । জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ১৯ ও ২০ এপ্রিল দুইদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে । যার আয়োজনের খবর পাওয়ার পর থেকেই কমিউনিটিতে চলছে নানা আলোচনা-সমালোচনা ।
একপক্ষ বলছে প্রবাসীদের দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উৎসাহিত করতে এই মেলার আয়োজন, অন্যপক্ষ বলছে বিগত বছরগুলোতে যারা ফ্যাস্টিসদের লোক ছিলো তারাই মুখোশ পাল্টিয়ে রেমিট্যান্স মেলা করছে ।
তবে নিউ ইয়র্কের রেমিট্যান্স মেলায় গভর্নর ড. আহসান এইচ মনসুর অংশ নিচ্ছেন না বলে মানবজমিনকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান । আয়োজকদের তা জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান গভর্নরের সফরসঙ্গী হিসেবে থাকা এই ডেপুটি গভর্নর । তিনি জানান, যেহেতু পূর্বেই নিউ ইয়র্কে সিডিউল ছিলো তাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অফিসের উদ্যোগে শনিবার আয়োজিত একটি মতবিনিময় সভায় গভর্নর আহসান এইচ মনসুর অংশ নিবেন ।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের পক্ষ থেকেও ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
রেমিট্যান্স মেলা আয়োজনের যুক্তি হিসেবে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এর পক্ষ থেকে জানানো হয় , বাংলাদেশের সরকারী ও বেসরকারী খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে । গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও রেমিট্যান্স মেলা প্রবাসীদের বাংলাদেশে আরও বেশী রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা ।
তবে মেলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম নেতিবাচক সংবাদ এমনকি সংবাদ সম্মেলন করেছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন । তারা বলছেন চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাসে পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়। দেশ বিদেশে ঘাপটি মেরে থাকা দেশের লুটেরারা নানাভাবে ফন্দি আঁটছে নতুন করে দেশ থেকে অর্থ পাচারের।
এদিকে, আয়োজকদের পক্ষ থেকে এখনও ‘গভর্নর প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে’ বলে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে । তবে গভর্নর মেলা উদ্বোধন এবং অংশগ্রহণের ব্যাপারে সর্বশেষ তথ্য জানতে আয়োজকদের সাথে মোবাইলে যোগাযোগ (কল এবং ম্যাসেজে) করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি ।
১১২১২ ২২৩