ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল

অনলাইন ডেস্ক

(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

ছয় দফা দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক লতিফ হলের গেট থেকে মিছিল শুরু হয়ে সাত রাস্তার প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে শেষ হয়।

এর আগে ছয় দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘রেলপথ ব্লকড’ কর্মসূচি শিথিল করেন। এরপর সে বৈঠকের আলোচনায় সন্তুষ্ট না হয়ে তারা মশাল মিছিল ও মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। বুধবার দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রাখেন তারা। এ ছাড়া সারা দেশে পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীদের ছয় দফার প্রধান দাবি হচ্ছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল ও নিয়োগবিধি সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। চার বছর মেয়াদি কারিকুলাম চালু ও অ্যাকাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে।  উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নপদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

পাঠকের মতামত

দাবি আদায়ের নামে যারা রাস্তা অবরোধ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হোক। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হোক। সরকারের উদারতাকে যারা দূর্বলতা মনে করে বিশৃঙ্খলা ও মানুষের দূর্ভোগ সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হবার আহ্বান জানাচ্ছি।‌

Andalib
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫:৩৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status