অনলাইন
হাইকমিশনার আবিদা ইসলামের সাথে এমপি আফসানা বেগমের সাক্ষাৎ
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(২১ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:০৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্য এবং এনআই-তে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আবিদা ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ এমপি আফসানা বেগম। ১৬ই এপ্রিল বুধবার বাংলাদেশ হাই কমিশনের অফিসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাইকমিশনার আবিদা ইসলামের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এবং এর সংস্কার কর্মসূচি এবং গণতান্ত্রিক স্বাধীনতার লক্ষ্যে বাংলাদেশের জনগণকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এমপি আফসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন কমিশনের ফার্স্ট সেক্রেটারি ও ভারপ্রাপ্ত প্রেসমিনিস্টার মৌমিতা জিনাত।
সাক্ষাৎতে দীর্ঘ আলোচনা শেষে আফসানা বেগম তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে এসম্বলিত একটি পোস্ট পোস্ট দেন।
পোস্টে আফসানা বেগম লিখেন।
''যুক্তরাজ্য এবং এনআই-তে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আবিদা
আবিদা ইসলাম এবং আমি সম্প্রতি দেখা করেছি।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এবং এর সংস্কার কর্মসূচি এবং গণতান্ত্রিক স্বাধীনতার লক্ষ্যে বাংলাদেশের জনগণকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি।''
আফসানা বেগম ক্ষমতাসীন লেবার পার্টি থেকে লন্ডন লাইম হাউস ও পপলার সংসদীয় আসনে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন। ৫ই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ পরিস্থিতিতে গণতন্ত্রের পক্ষে বৃটিশ পার্লামেন্টে সরব ছিলেন আফসানা বেগম। আর্লি ডে মোশন উত্থাপন করেছিলেন এই বৃটিশ এমপি।