ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

বাংলাদেশের বর্ষা বিপ্লব নিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেমিনার ২২ এপ্রিল

কাউসার মুমিন, যুক্তরাষ্ট্র

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন

mzamin

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক এফেয়ার্স'  আগামী ২২ এপ্রিল ২০২৫ তারিখে 'বাংলাদেশের জেন-জেড-নেতৃত্বাধীন বর্ষা বিপ্লব: এর উৎপত্তি ও আট মাস পরের প্রভাব'-শীর্ষক এক সেমিনার আয়োজন করেছে।  স্কুলের 'ইকোনোমিক এন্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট' কনসেন্ট্রেশন আয়োজিত এই সেমিনারে আলোচক হিসেবে থাকছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর  দীর্ঘদিনের সহকর্মী ও গ্রামীণ ফাউন্ডেশনের সিইও অ্যালেক্স কাউন্টস, এবং স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এর  আন্তর্জাতিক ও জননীতি বিষয়ের অধ্যাপক প্রফেসর রুমেলা সেন। 

অ্যালেক্স কাউন্টস ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত গ্রামীণ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি Changing the World Without Losing Your Mind: Leadership Lessons from Three Decades of Social Entrepreneurship বইয়ের  লেখক। তিনি একজন নির্বাহী পরিচালক ও বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। 

সেমিনার সম্পর্কিত স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এর ঘোষণায় বলা হয়েছে  অ্যালেক্স কাউন্টস অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের সহকর্মী।  তিনি বাংলাদেশের জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব চলাকালীন বাংলাদেশে ছিলেন, পরবর্তীতে আরও দুইবার দেশটি সফর করেছেন এবং এর আগে ছয় বছর বাংলাদেশে থেকে তিনি বাংলা ভাষা ও বাংলাদেশ সম্পর্কে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। সেমিনারে তিনি তার এই অভিজ্ঞতার কথা ব্যক্ত করবেন। তিনি বিপ্লবের আগে ও চলাকালীন সময়ের ঘটনাবলি, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং সাম্প্রতিক পরিবর্তন নিয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরবেন। কাউন্টস অন্তর্বর্তী সরকারের প্রতি উত্থাপিত বিভিন্ন সমালোচনার জবাব দেবেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ অর্জনের কথা তুলে ধরবেন। তিনি ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনাও তুলে ধরবেন—বিশেষ করে যে প্রেক্ষাপটে, একটি ছাত্র-নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল সম্প্রতি গঠিত হয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে, সে বিষয়েও তিনি আলোচনা করবেন। 

অপরদিকে প্রফেসর রুমেলা সেন ২০২০ সালের স্প্রিং সেশন থেকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল সায়েন্স বিভাগে পোস্টডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেছেন। ভারতীয় বংশোদ্ভূত রুমেলা সেন কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক রাজনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণা মূলত দক্ষিণ এশিয়ার বিশেষ করে ভারত ও নেপালের সংঘাত ও সংঘাত-পরবর্তী পুনর্গঠনকে কেন্দ্র করে আবর্তিত। 

স্কুল অফ ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক এফেয়ার্স-এর ইকোনোমিক এন্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট কনসেন্ট্রেশন-এর সাথে এই সেমিনারের সহ আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের  সাউথ এশিয়া ইনস্টিটিউট, এবং সাউথ এশিয়া এসোসিয়েশন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের বাইরে সেমিনারে অংশ নিতে আগ্রহী সাধারণ মানুষের জন্য প্রাক-নিবন্ধীকরণ সাপেক্ষে সীমিত সংখ্যক আসনের ব্যবস্থা থাকবে।  

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট, টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে পতিত হয়। সরকার কঠোরভাবে এই বিক্ষোভ দমন করতে চাইলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই ঐতিহাসিক ঘটনার তিন দিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার লক্ষ্য দেশ পুনর্গঠন করা এবং ২০০৮ সালের পর প্রথমবারের মতো একটি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম করা। বিশ্বের অষ্টম সর্বাধিক জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের এ উদ্যোগ ইতিমধ্যেই বিশ্বজুড়ে রাজনীতি ও অর্থনীতির শিক্ষার্থীদের নিকট আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status