খেলা
পিএসএলে রিশাদ-লিটনের প্রথম ম্যাচ কবে কোথায়?
স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, বুধবারপাকিস্তান সুপার লীগে অংশ নিতে পাকিস্তান গিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও রিশাদ। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে আর লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন রিশাদ। লিটন পাকিস্তান গেছেন গতকাল আর রিশাদ গেছেন গত সোমবার। আগামী ১১ই এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের পুরো আসরের জন্যই তাদের অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাহোর কালান্দার্স। এদিন রিশাদের দলের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরের দিন মাঠে নামবে লিটনের দল করাচি কিংস। ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মুলতান সুলতানকে আতিথেয়তা দিবে লিটনের দল। বিমানে উঠে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিটন লিখেছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’ অন্যদিকে, দেশ ছাড়ার আগে রিশাদ গণমাধ্যমকে জানিয়ে গেছেন, পিএসএলের এই সুযোগটা তার ক্যারিয়ারের জন্য কতোটা সহায়ক হবে। ২২ বছর বয়সী এই লেগস্পিনার লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’ লিটন-রিশাদ ছাড়াও পিএসএলে খেলবেন নাহিদ রানাও। তিনি খেলবেন পেশোয়ার জালমির জার্সিতে। তবে নাহিদ এখনই যাচ্ছেন না পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তানের বিমান ধরেন এই ডানহাতি পেসার।