ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সুপার লীগ শুরু আজ

লড়াইটা আবাহনী-মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

লীগ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ওই ম্যাচে জয়ের বিকপ্প ছিল না মোহামেডানের। সেই ম্যাচ জিতে শুধু নিজেদের শিরোপা জয়ের আশা বাচিঁয়ে রাখেনি তারা, লীগটাকেও জমিয়ে তুলেছে । আজ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগ পর্ব। শিরোপা বাগিয়ে নেওয়ার দৌড়ে দুই দলই সমানে সমান। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্স এই দুই ক্লাবের পা হড়কানোর অপেক্ষায় থাকবে। সুপার লীগে আজ প্রথম দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। একই দিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলবে আবাহনী আর ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। 
লীগ পর্ব শেষে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী লিমিটেড। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী  মোহামেডানও ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বর এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ। প্রথমবারের মতো ডিপিএল খেলার সুযোগ পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে সুপার লীগে উঠেছে গুলশান। সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুবদের নিয়ে গড়া অগ্রণী ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে শেষ করে।জাকের আলী অনিক, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটারদের তারকা ঠাসা লিজেন্ডস অফ রূপগঞ্জ সুপার লীগে উঠেছে ষষ্ঠ হয়ে।
সুপার লীগে যোগ হবে লীগ পর্বের পয়েন্ট। সবমিলিয়ে যে দল শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। এক্ষেত্রে এগিয়ে আবাহনী ও মোহামেডান। দুই দলই সমান পয়েন্ট নিয়ে সুপার লীগ শুরু করছে আজ। এই পর্বে যদি দুই দলই প্রথম ৪টি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণ হবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে। এখনও সূচি প্রকাশ না হলেও সুপার লীগে আবাহনী আর মোহামেডানের দ্বৈরথ দেখা যাবে শেষ ম্যাচেই। সুপার লীগের আগে দুই দলই উল্লেখযোগ্য শক্তি হারিয়েছে। জাতীয় দলের টেস্ট থাকায় আবাহনী হারিয়েছে নাহিদ রানা, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটার মুমিনুল হক সৌরভকে। এছারা মোহামেডান পাচ্ছে না তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কনদের। চোটের কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এর মধ্যে ২ ম্যাচ নিষিদ্ধ হয়ে দলকে আরও বিপদে ফেলেছেন অধিনায়ক তাউহীদ হৃদয়। ফলে লীগ পর্বের ছন্দ সুপার লীগে ধরে রাখতে দুই দলকেই যথেষ্ট বেগ পোহাতে হবে। তবে ১১ ম্যাচে ৫৬৯ রান করা পারভেজ হোসেন ইমন খেলবেন সুপার লীগে, যেটা আবাহনীর জন্য স্বস্তির বিষয়। এদিকে আবাহনী ও মোহামেডানের পা হড়কানোর দিকে তাকিয়ে থাকবে গাজী গ্রুপ। ১৬ পয়েন্ট নিয়ে সুপার লীগে ওঠা দলটির অধিনায়ক বিজয় আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১ ম্যাচে ৬৫৫ রান এসেছে তার ব্যাট থেকে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ডানহাতি ব্যাটার। বোলিংয়ে ১১ ম্যাচে ১৫ উইকেট নেওয়া আব্দুল হালিম তাদের ভরসার জায়গা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব এবারই প্রথমবার ডিপিএল খেলছে। অনুর্ধ্ব’১৯ দলের অধিনায়ক আজিজুল হক তামিম আছেন দলটির নেতৃত্বে। আহরার আমিনরদের মতো তরুণ তুর্কিদের নিয়ে সাজানো হয়েছে দলটি। যদিও লিটন কুমার দাসকে পাচ্ছে না তারা। পিএসএল খেলতে গেলেও আসর শুরুর আগেই আঙুলের চোটে দেশে ফিরেছেন তিনি। 
লিজেন্ডস অফ রুপগঞ্জ এবার রীতিমতো ড্রেসিংরুমে তারার মেলা বসিয়েছিল। কিন্তু মাঠে পারফর্মেন্স নেই বলার মতো। করে।জাকের আলী অনিক, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটারদের নিয়ে সাজানো দলটির সুপার লীগে খেলাই একসময় অনিশ্চিত হয়ে পড়ে। ভাগ্যক্রমে শেষ ৩ ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী দল পেয়ে সুপার লীগে উঠেছে তারা। তবে এই পর্বে তানজিম হাসান সাকিব ও জাকের আলীকে পাচ্ছে না তারা। অগ্রনী ব্যাংকেও তারার মেলা না থাকলেও পারফর্মেন্সে  বেশ ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। অভিজ্ঞ ইমরুল কায়েস, সাদমান ইসলামরা দলকে তুলেছেন সুপার লীগে। তবে জাতীয় দলের টেস্ট ক্যাম্পে যোগ দেওয়ায় সাদমানকে এই পর্বে পাচ্ছে না দলটি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status