খেলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জুটিতে বাংলাদেশের পুঁজি ২২৭ রান
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:১৯ অপরাহ্ন

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা-গড়ায় মেতেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড নতুন করে লিখছেন টাইগ্রেসরা। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের রেকর্ড জুটি গড়েছেন ফারজানা হক ও শারমিন আক্তার। নির্ধারিত ওভারে টাইগ্রেসদের দলীয় সংগ্রহ ৯ উইকেটে ২২৭।
লাহোর সিটি অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে আগে ব্যাটিং বেছে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলীয় ১৬ রানে সুবহানা মুস্তারি (৬) ফিরে গেলে ক্রিজে আসেন শারমিন। অপর প্রান্তে থাকা ফারজানাকে নিয়ে জুটি গড়েন ১১৮ রানের। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে এই দুজনই গড়েন ৬২ রানের জুটি, যেটি ছিল সর্বোচ্চ। আজ এই জুটি ভাঙার পরই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৩৪ রানে আউট হন ফারজানা (৪২)। স্কোরকার্ডে ১ রান যোগ হতেই ফেরেন শারমিনও (৬৭)। ব্যক্তিগত ৫ রানে আউট হন জ্যোতি। দলীয় ১৩৪ রানে ১ উইকেট থেকে ১৭৭ রানের মধ্যে উইকেট যায় মোট ৭টি। নবম উইকেটে নাহিদা আক্তার আর রাবেয়া খানের ৩১ রানের জুটিতে পুঁজি বাড়ে বাংলাদেশের। ব্যক্তিগত ২৩ রানে অপরাজিত থাকেন রাবেয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আলিয়াহ অ্যালিন। দুটি করে নেন হ্যালি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার।