খেলা
এবার ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান ইমন
স্পোর্টস রিপোর্টার
৯ এপ্রিল ২০২৫, বুধবার
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) রোববার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ইতিহাস গড়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই অর্ধশতক পূর্ণ করে তিনি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। লক্ষ্য শীর্ষে থেকে লীগ পর্ব শেষ করা। তবে তাদের মূল চ্যালেঞ্জ শুরু হবে সুপার লীগ থেকে। কারণ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক সৌরভ ও পেসার নাহিদ রানা সেখানে খেলতে পারবেনা। সেই সময় তারা খেলবেন জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। যে কারণে দলের ব্যাটিংয়ের দায়িত্ব নিতে হবে ইমনদেরই। লীগে লক্ষ্য নিয়ে বলতে গিয়ে গতকাল ইমন জানালেন তার ব্যাটিংয়ের কথাই। তিনি বলেন, ‘কালকের (রোববার) ইনিংসটা চেষ্টা করেছি, লক্ষ্য কম ছিলো তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিলো দ্রুত শেষ করা যায়।’ শুধু তাই নয় তার এই ফিফটির রেকর্ডটা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেই জানান এই তরুণ ব্যাটার। বিকেএসপিতে ইমন ইনিংসটি শেষ করেন ২৩ বলে ৬১ রান করে, যেখানে ছিল ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা। তাঁর এই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুর। তার আগে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক করেছিলেন তিনি। নিজের এই ইনিংস নিয়ে ইমন অবশ্য জানিয়েছেন আগের কোন পরিকল্পনা ছিলোনা। দলের প্রয়োজনেই তিনি খেলেছেন। তিনি বলেন, ‘ দ্রুদ গতির খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন প্রতিদিন স্ট্রাইকরেট ছিলো প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’ অন্যদিকে ইমনের এখন আরেক লক্ষ্য জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করার। তিনি বলেন, ‘সুযোগের জন্য অপেক্ষা করব (জাতীয় দলে জায়গা পাকার)। যদি সুযোগ আসে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন, সেখানে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়। ভালো ভালো বোলাররা থাকে। আমরা চেষ্টা করছি ওখানেও কীভাবে দাপট দেখানো যায়। আমাদের চিন্তাভাবনা থাকে ওখানেও কীভাবে ডমিনেট করা যায়।’