খেলা
বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত প্যামেন্ট
স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, বুধবার
জিম্বাবুয়ের সফরের আগে ফিল্ডিং কোচ খুঁজে নিলো বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দেখা যাবে জেমস প্যামেন্টকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশ বংশোদ্ভূত এই নিউজিল্যান্ডের কোচের নিয়োগের খবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ই এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এর আগে শনিবার সিলেটে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। অনুশীলনের শুরু থেকেই টাইগারদের দলের সঙ্গে থাকবেন প্যামেন্ট। শান্ত-তাসকিনদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পাবার পর নিজের অনুভূতি জানিয়ে প্যামেন্ট বলেন, ‘প্রতিভায় ভরা বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি।’ প্যামেট সবশেষ কাজ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল), মুম্বই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে। ২০১৮তে ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে যুক্ত হবার পর টানা সাত বছর ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ডের নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব সামলেছেন প্যামেন্ট। কিউইদের ক্রিকেট বোর্ডে বিভিন্ন সময়ে কাজ করেছেন ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশাল টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে। ব্ল্যাক ক্যাপদের জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৯-এ কিছুদিনের জন্য আমেরিকান ক্রিকেট দলে ভারপ্রাপ্ত কোচ হিসেবেও কাজ করেন তিনি। বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে সবশেষ কাজ করেছেন শন ম্যাকডারমট। তিনি দায়িত্ব ছাড়ার পর ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ হিসেবে কয়েক সিরিজ দায়িত্ব পালন করেন সহকারী কোচ নিক পোথাস। গত বছরের ডিসেম্বরে পোথাসও পদত্যাগ করলে শূন্যতা দেখা দেয় এই পদে।
৫৬ বছর বয়সী জেমস প্যামেন্টের জন্ম ইংল্যান্ডে হলেও বড় হয়েছেন নিউজিল্যান্ডে। খেলোয়াড়ি জীবনে খেলেছেন অকল্যান্ডের হয়ে। ক্রিকেট ক্যারিয়ার বলতে রয়েছে ১৪টি প্রথম শ্রেণি ও ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ। প্যামেন্টের সঙ্গে চুক্তির পর এখন পর্যন্ত পাঁচ সদস্যে পরিণত হলো বাংলাদেশের কোচিং প্যানেল। গত মাসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা নামলে ফিল সিমন্সের সঙ্গেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে বিসিবি।