খেলা
পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, বুধবার
নারী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিটা ভালো হলো বাংলাদেশের। স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে আগে ব্যাটিং করে বড় সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর বোলারদের নৈপুন্যে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। গতকাল লাহোরে বাংলাদেশ জিতেছে ১৬৭ রানে। এদিন গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ নারী দল। জবাবে জবাবে ফাহিমা খাতুন-রাবেয়া খানদের তোপে ৩৯.১ ওভারে ১০৯ রানেই গুটিয়ে পাকিস্তানের ইনিংস। স্বাগতিকদের হয়ে দুয়া মজিদ ৩২ আর উম্মে হানি অপরাজিত ২৬ রান করেন। বাংলাদেশের মারুফা আক্তার, রাবেয়া খান আর ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশের হয়ে ফারজানা হক ৫০, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ আর শেষদিকে দিলারা আক্তার ১৭ বলে ২৯ এবং জান্নাতুল ফেরদৌস ৩৪ বলে খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। পাকিস্তান ্তুএ্থ দলের ওয়াহিদা আক্তার আর উম্মে হানি নেন তিনটি করে উইকেট। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে স্কটিশ নারী দলকে পাঁচ উইকেটে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ তারিখ। যেখানে প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিলের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখ স্কটল্যান্ড, ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ তারিখ পাকিস্তানের বিপক্ষে নামবে জ্যোতি-নাহিদারা।