খেলা
সক্ষমতা আছে টেস্ট দলের তবে...
স্পোর্টস রিপোর্টার
৯ এপ্রিল ২০২৫, বুধবার
বাংলাদেশের সফরের দুই টেস্টের জন্য অভিজ্ঞদের ফিরিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠের ইনজুরি থেকে সেরে উঠেছে, প্রস্তুত আছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। ছুটি কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভাইনও। এছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে ফেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। ২০২০-এর পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। তবে এবার নতুন এক বাংলাদেশেরই মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সাকিব আল হাসান, তামিম ইকবাল নেই দলে। পিএসএল খেলতে যাওয়াতে খেলবেন না লিটন দাসও। গতকাল প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে। সেখানে রাখা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। টেস্ট দলে সবশেষ সিরিজে চোটের কারণে না থাকা নাজমুল হোসেন শান্ত দলে ফিরেছেন অধিনায়ক হয়েই। এই দলে বড় চমক টেস্টে প্রথমবার জায়গা করে নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। কেমন হলো দল! আর জিম্বাবুয়ের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব-তামিমদের ছাড়া কতোটা শক্তিশালী বাংলাদেশ! এনিয়ে জাতীয় দলের সাবেক দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও হান্নান সরকার দৈনিক মানবজমিনকে জানিয়েছেন নিজেদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয়ার ক্ষমতা রাখে। তবে জিম্বাবুয়েকে হালকাভাবে নিলে খেসারত দিতে হবে তাই তারা স্মরণ করিয়ে দিয়েছেন। শিপন বলেন, ‘দেশের মাটিতে আমি মনে করি জিম্বাবুয়ের বিপক্ষে জয় অসম্ভব কিছু নয়। নিজেদের মাটিতে দারুণ করে টাইগাররা। তবে সফরকারীদের হালকাভাবে নেয়া ঠিক হবে না। ক্রিকেটে হয়তো ওরা অনেকটা পিছিয়ে গেছে তাই বলে শক্তি নাই এমন নয়। হালকাভাবে নিলে মাসুল দিতে হবে।’
অন্যদিকে গেল মাসেই জাতীয় দলের নির্বাচক পদ ছেড়েছেন হান্নান সরকার। তবে কেমন হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল তার বেশ ভালোই ধারণা ছিল। অভিজ্ঞরা না থাকলেও বাংলাদেশ দল নিয়েই বেশ আত্মবিশ্বাসী তিনি। হান্নান বলেন, ‘বড় একটা পরিবর্তনের মধ্যদিয়ে দল যাচ্ছে। এখনই সময় মাঠে খেলার পাশাপাশি পাইপলাইনটাও শক্তিশালী করার। বিশেষ করে দলে যারা তরুণ আছেন তাদের বড় সুযোগ। এরমধ্যে অঙ্কন আগের সিরিজেও ছিল। আমি মনে করি অভিজ্ঞ যারা বিদায় নিয়েছে এখন থেকে তাদের বিকল্প তৈরির কাজটা ভালোভাবে করতে হবে। পাশাপাশি পাইপলাইনটাও সমৃদ্ধ করতে হবে। অধিনায়ক শান্ত টেস্টে দারুণ করছে। মেহেদী হাসান মিরাজ আছে। আবার লিটন নেই এটিকে আমি অপূর্ণতা দেখবো না বলবো ভালো হয়েছে। ও পিএসএল খেললে অন্য অভিজ্ঞতা হবে। আমার তার বিদলি অঙ্কনের সুযোগটা দলকে নতুন অপশন তৈরি করে দিবে।’ অন্যদিকে হান্নানও মনে করেন জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছুই নেই। ক্রিকেটে এমন ভাবনা দলের জন্য ভয়ঙ্কর হতে পারে। তিনি বলেন, ‘দেখেন ভারত, অস্ট্রেলিয়া বড় দলগুলো কোনো দলকে হালকাভাবে নেয় না। জিম্বাবুয়ের একজন বোলার পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আবার একজন ব্যাটার ডাবল সেঞ্চুরি বা সেঞ্চুরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কোনো দলকেই খাটো করে দেখার কিছুই নেই। জিম্বাবুয়ের সঙ্গে যেকোনো জয়ই অর্জন হিসেবে দেখতে হবে। তবে এটা সত্যি যে দেশের মাটিতে আমরা ওদের চেয়ে বেশ এগিয়ে আছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে নেই তাসকিন। চোটের কারণে খেলতে পারছেন না অভিজ্ঞ এই পেসার। টেস্ট দলে প্রথমবার জায়গা করে নিয়েছেন আরেক পেসার সাকিব। মুশফিকুর রহীমও এবার আছেন দলে। অন্য দুই ফরম্যাটকে বিদায় জানানো অভিজ্ঞ ব্যাটসম্যান এখন শুধু টেস্ট ক্রিকেটেই খেলবেন বাংলাদেশ দলে। এ ছাড়া দলে ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অফ স্পিনার নাঈম হাসান। পাকিস্তান সুপার লীগে খেলতে ছুটি পাওয়া লিটন দাসের না থাকা নিশ্চিত ছিল আগে থেকেই। গতকালই দেশ ছেড়েছেন তিনি। কিপার-ব্যাটসম্যান হিসেবে জাকের আলি ছাড়াও স্কোয়াডে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মুশফিক টেস্টে কিপিং করছেন না অনেকদিন ধরেই। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়ার তালিকায় আছেন হাসান মুরাদ, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন। ক্যারিবিয়ান সফরের দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই জায়গা হারালেন বাঁহাতি স্পিনার মুরাদ। তবে সাদমান ইসলাম, জাকের আলী ও অঙ্কনকে নিয়ে একটু চিন্তা আছে বলেই মনে করেন হান্নান। কারণ দলের সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে ব্যাটিং। তিনি বলেন, ‘অঙ্কন আগে সুযোগ পেয়েছে ফর্ম দেখাতে পারেনি। জাকেরেরও একই অবস্থা। তবে আমি বিশ্বাস করি দু’জনই ফর্মে ফিরবে। সাদমানের রাখা দলের জন্য জরুরি। আমি মনে করি ওর জন্য বড় সুযোগ টেস্ট দলে অবদান রাখার। সত্যি বলতে টেস্টে ব্যাটিংটাই আমাদের এখনো দুর্বলতা। শান্ত, মুমিনুলদের সঙ্গে সাদমানদের রানে থাকাটা জরুরি। আমি বলবো ধারাবাহিক হতে হবে ব্যাটারদের।’