প্রথম পাতা
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদ
বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম
স্টাফ রিপোর্টার
১২ এপ্রিল ২০২৫, শনিবার
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আল কুদ্দুস কমিটি, ইনসাফিয়া বাংলাদেশসহ বিভিন্ন ইসলামিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে সাধারণ মুসল্লি, ছাত্র ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শনিবারের ‘মার্চ ফর গাজা’ সফল করার আহ্বান জানিয়েছেন তারা। এ ছাড়াও কর্মসূচি সফল করার আহ্বান ও যোগ দেবার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই।
বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব কেএম আতিকুর রহমান বলেন, ইসরাইলের বর্বর হত্যাকাণ্ড দেখে কোনো শান্তিকামী মানুষ ঘরে বসে থাকতে পারে না। সবাই আজ রাজপথে নেমে এসেছে। ইসরাইলকে আমেরিকা ও বৃটেন চালায়। তাই তাদের অর্থনৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিতে হবে। বায়তুল মোকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা, এটি মুক্ত করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।
তিনি ঘোষণা দিয়ে বলেন, শনিবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে দলমত নির্বিশেষে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ইসরাইলের বর্বরতা সকল সীমা ছাড়িয়ে গেছে। যেসব ব্যবসায়ী ইসরাইলি পণ্য বিক্রি করছেন, তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। বাংলাদেশে কোনো ইসরাইলি পণ্য থাকতে দেয়া যাবে না। যারা এসব পণ্য কিনছেন, তাদের ছবি তুলে প্রকাশ করুন। তারা ইসরাইলের দোসর।
ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অলিউল্লাহ তালুকদার বলেন, বিশ্ব মানচিত্রে ইসরাইল নামক কোনো রাষ্ট্র আমরা দেখতে চাই না। ১ লাখ যুবক যুদ্ধে যাবার জন্য প্রস্তুত। মুফতি মোস্তফা কামাল বলেন, গাজায় আজ যে গণহত্যা চলছে, তা যুদ্ধের আন্তর্জাতিক সব নিয়ম-নীতিকে ছাড়িয়ে গেছে। হামাসের সঙ্গে পারছে না বলে ইসরাইল নিরীহ জনগণের ওপর হামলা চালাচ্ছে।
বিক্ষোভ সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে শান্তিনগর সড়ক প্রদক্ষিণ করে। বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শনিবারের রোড ফর গাজা সফল করার আহ্বান জানানো হয়।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি দেয়া হয়েছে। রাজধানীর শাহবাগে কর্মসূচির শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। আগামী ১২ই এপ্রিল শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো। আপনারাও দলে দলে যোগদান করুন।
তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীর পক্ষে, দল-মত, জাতি-পেশা-নির্বিশেষে এ বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় বলেছেন, শতাব্দীর এ বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তাই ১২ই এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেবো। মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা-নির্বিশেষে সবাইকে আমি এ গণজমায়েতে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও ভিডিও বার্তায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানান। তিনি ভিডিও বার্তায় বলেছেন, শনিবার বিকাল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।
এ ছাড়া এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ফেসবুক পেজে আরও দেখা যায়, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।