বিশ্বজমিন
ডারহাম কারাগারে তিন কর্মকর্তাকে আহত করলেন আবেদি
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন

ইংল্যান্ডের ডারহাম কারাগারে তিন কর্মকর্তাকে আহত করেছেন ম্যানচেস্টারের এরিনায় বোমা হামলায় অভিযুক্ত হাশেম আবেদি (২৮)। তিনি কারাগারের ভেতরে থাকা স্টাফদের গায়ে গরম তেল ঢেলে দেন। এছাড়া তাদেরকে ছুরিকাঘাত করে আহত করেন। এতে দুইজন পুরুষ ও এক নারী কর্মকর্তা আহত হয়েছেন। নারী কর্মকর্তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলেও গুরুতর পোড়া ও ছুরিকাঘাতের ক্ষত নিয়ে হাসপাতালেই আছেন দুই পুরুষ কর্মকর্তা। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশনের (পিওএ) তথ্য অনুযায়ী, ওই কারাগারে বৃটেনের সবচেয়ে বিপজ্জনক আসামীদের রাখা হয়েছে। ২০১৭ সালের ২২শে মে ম্যানচেস্টারের এরিনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলা করে সালমান আবেদি ও তার ভাই হাশেম আবেদি। এতে ২২ জন নিহত হন। আহত হন ১ হাজার ১৭ জন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ম্যানচেস্টার এরিনা হামলায় ২২ জনকে হত্যা ও অন্য সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে আবেদিকে ২০২০ সালে সর্বনিম্ন ৫৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে ২০২২ সালে এইচএমপি বেলমাশের্র্র কর্মকর্তাদের ওপর আক্রমণের অভিযোগে আরও ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। সম্প্রতি তার করা অপরাধের ওপর ভিত্তি করে পিওএ চেয়ার মার্ক ফেয়ারহাস্ট বন্দিদের দেয়া সুযোগ সুবিধার ওপর অবিলম্বে বিধিনিষেধ আরোপের আহ্বান জানান। তিনি বলেন, আসামিদের রান্নার সুবিধা দেয়া ও বিপজ্জনক জিনিসপত্র দেয়া বন্ধ করতে হবে।