প্রথম পাতা
পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৫, সোমবারবাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) শর্ত পুনরায় বহাল করা হয়েছে। এখন থেকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ইসরাইল ভ্রমণ করা যাবে না। গত ৭ই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপ-সচিব নীলিমা আফরোজের সই করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।
দীর্ঘদিন বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ব্যতীত’। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়া হয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেয়া হয়নি।
এদিকে, গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি ইসরাইলের সঙ্গে সরকারের ‘সব ধরনের চুক্তি বাতিলের’ আহ্বান জানানো হয়।
পাঠকের মতামত
Except Israel and USA হওয়া উচিত দুইটাই বিশ্ব শয়তান। একটা আরব শত্রু আর একটা বিশ্ব শান্তির শত্রু ।
আলহামদুলিল্লাহ সরকারকে ধন্যবাদ।