খেলা
লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩:১৬ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপ্পে নিষিদ্ধ হবেন সেট অনুমিতই ছিল। লীগে শেষ ম্যাচে আলভেসের বিপক্ষে মারাত্মক এক ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন এই ফরাসি তারকা। এ কারণে মঙ্গলবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডট কম দাবি করে, সর্বোচ্চ ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এমবাপ্পে। গত রোববার ১-০ গোলে জয়ের দিন আলাভেসের মাঠে আন্তনিও ব্লাঙ্কোকে মারাত্মকভাবে ট্যাকেল করে বসেন এই বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। ম্যাচের ৩৮তম মিনিটে ঘটনাটি ঘটে। মাঝমাঠের একটু ভেতর থেকে আক্রমণের উদ্দেশ্যে সতীর্থের দিকে বল বাড়াতে চান ব্লাঙ্কো। বাঁ পাশ থেকে একপ্রকার উড়ে এসে এই স্প্যানিশ মিডফিল্ডারের পায়ে বাজেভাবে আঘাত করে বসেন এমবাপ্পে। প্রথমে হলুদ কার্ড দেন রেফারি। তবে পরে ভিএআরে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফাউলটা যে সত্যিই বিপজ্জনক ছিল তা নির্দ্বিধায় মেনে নিয়ে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়ে ছিলেন সে ম্যাচে অল হোয়াইটদের প্রধান কোচ দাভিদ আনচেলোত্তি। কেননা নিষেধাজ্ঞায় পড়ে সেদিন মাঠে থাকতে পারেননি কার্লো আনচেলোত্তি। তার জায়গায় দায়িত্ব পালন করেন রিয়ালের সহকারী কোচ ও তার ছেলে দাভিদ। ম্যাচ শেষে জানা যায়, তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন ফরাসি এই তারকা। কারণ লা লিগার শৃঙ্খলাবিধির ১৩০ নম্বর ধারা অনুযায়ী, বলের জন্য লড়াই চলাকালীন সংঘটিত সহিংসতার ক্ষেত্রে (যদি চোট না লাগে) এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।
তবে সেদিনের ট্যাকেলটি খুব বেশি ঝুঁকিপূর্ণ না হওয়ায় এক ম্যাচ এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন এমবাপ্পে। এতে করে আগামী ২০শে এপ্রিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পরবর্তী লা লিগা ম্যাচটি মিস করবেন এই ২৬ বছর বয়সী ফুটবলার। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এই ফাউলটিকে ‘খেলার মধ্যে’ ঘটেছে বলে জানিয়েছে। এটি যদি হিংসাত্মক আচরণের ঘটনা হিসেবে প্রকাশ পেতো, তবে আরও বেশ কিছু ম্যাচে এমবাপ্পের দর্শক হয়েই থাকা লাগত। তবে বাকি ম্যাচগুলো নিয়ে আর কোনো ধরনের শঙ্কা নেই।