ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সব ফেডারেশনকে হামজার মতো প্রবাসী খুঁজতে বললো এনএসসি

স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

দেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন দারুণ ইতিবাচক হিসেবেই দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সে জন্য সব ফেডারেশন-এসোসিয়েশনকে প্রবাসে থাকা নিজ নিজ খেলার বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করার তাগিদ দিয়েছে সংস্থাটি। গতকাল দেশের সব ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বা প্রধান নির্বাহীকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। চিঠিতে বিভিন্ন অঙ্গনের প্রতিভাবান প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথাও বলা হয়েছে। গত ২৫শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় বৃটেন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। তার আগে ১৭ই মার্চ সিলেটে পা রাখার পর বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটের নিজবাড়ি পর্যন্ত উষ্ণ অভ্যর্থনা পান হামজা। তাকে ঘিরে ফুটবলে তৈরি হয় নতুন উন্মাদনা। এর মধ্যে কানাডা থেকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ফুটবলার সামিত সোম। ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লীগের ক্লাব কাভালরিতে খেলেন সামিত। প্রবাসী এ মিডফিল্ডারকে আনার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এনএসসি বলছে, হামজা-সামিতের মতো আরও যারা আছেন, তাদের নিয়ে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো কাজ করলে দেশের ক্রীড়াঙ্গনও সমৃদ্ধ হবে। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূতদের আগমন নতুন নয়। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। বক্সিং, অ্যাথলেটিকস, সাঁতার, জিমন্যাস্টিকসেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ক্রীড়াবিদেরা অংশগ্রহণ করেছেন। যে তালিকায় উল্লেখযোগ্য নাম ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজার, নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদির, লন্ডন প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। 
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জিতেছেন ইমরানুর। সাইক সিজার ২০১২ লন্ডন অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ২০২২ সালে তুরস্কে হওয়া ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে খেলেন আলী কাদির। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে অংশ নেন জিনাত। তার আগে ২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাঁতারু জুনাইনা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status