ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

মোহামেডানের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ!

স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

মাঠে আম্পায়ারদের সঙ্গে অশোভন আচরণ ও ম্যাচ শেষে তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাওহীদ হৃদয়। এতে আজ থেকে শুরু হতে যাওয়া সুপার লীগ পর্বে নিজেদের শুরুর দুই ম্যাচে অধিনায়ক হৃদয়কে পাচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার জায়গায় নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোহামেডানের একটি সূত্র দৈনিক মানবজমিনকে এটি নিশ্চিত করেছে।
ডিপিএলের এবারের আসরে শুরুতে মোহামেডানের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল খান। ঈদের বিরতির আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হার্ট অ্যাটাক করা তামিম আপাতত মাঠে ফিরতে পারছেন না। তার জায়গায় তাওহীহ হৃদয়কে নেতৃত্বের ভার দেয় মোহামেডান। তিন ম্যাচে অধিনায়কত্ব করেন হৃদয়, সবকটিতেই জয় পায় দল। এমনকি হৃদয়ের নেতৃত্বেই ৯ বছর পর ঢাকা লীগে আবাহনীর বিপক্ষে জয়ের স্বাদ পায় সাদা-কালোর দলটি। তবে আবাহনীর বিপক্ষে ওই ম্যাচে মেজাজ হারিয়ে মাঠে আম্পায়ারদের সঙ্গে অশোভন আচরণ করেন হৃদয়। এমনকি ম্যাচের পর তাদের বিরুদ্ধে আবারও মুখ খোলার হুমকিসহ নানা আপত্তিকর মন্তব্য করেন তিনি। এতে শুরুতে এক ম্যাচ নিষেধাজ্ঞা দিলেও পরে সেটা বাড়িয়ে দুই ম্যাচ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এই ডানহাতি ব্যাটারকে। 
হৃদয়ের শাস্তি কমানোর জন্য আপিল করেনি মোহামেডান। তবে ডিপিএলের টেকনিক্যাল কমিটির নিকট হৃদয় একটি চিঠি দিয়েছেন। সেখানে সব অপরাধ মেনে নিয়ে শাস্তি কমানোর অনুরোধ করেছেন তিনি। যদিও টেকনিক্যাল কমিটির সদস্য অভি আব্দুল্লাহ দৈনিক মানবজমিনকে জানান, হৃদয়ের শাস্তি কমানোর কোনো এখতিয়ারই নেই তাদের। তিনি বলেন, ‘শাস্তি তো আমরা দেইনি, ফলে আমাদের কমানোর এখতিয়ারও নেই। আর সে তো সব মেনেই নিয়েছে, তাহলে আর সেটা কেনো কমবে এটাও কিন্তু দেখার বিষয়। আর সবাই যে ভুলটা করছে মোহামেডান নাকি আপিল করেছে। তারা কোনো অফিশিয়াল আপিল করেনি, এটা শুধুমাত্র শাস্তি কমানোর অনুরোধ করা একটি চিঠি। এ নিয়ে আমরা অফিশিয়ালি কোনো জবাব দেওয়ার কিছু দেখছি না।’ হৃদয়ের অনুপস্থিতে মোহামেডানের জন্য অধিনায়ক বাছাইয়ে খুব বেশি অপশন নেই। মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ আর মাহিদুল ইসলাম অঙ্কনরা যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। সেক্ষেত্রে মোহামেডান বেছে নিয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে দুই ম্যাচ নাকি পুরো সুপার লীগেই মোহামেডানকে রিয়াদ নেতৃত্ব দিবেন সেটা নিশ্চিত নয়। দলের একটি সূত্র জানায়, আবাহনীর বিপক্ষে হৃদয়ের আচরণ নিয়ে তারাও বিরক্ত। তবে আপাতত এখনই এই তরুণ ক্রিকেটারের ওপর থেকে ভরসা হারাতে চায় না তারা। রিয়াদ অবশ্য এবারের ডিপিএলে বেশিরভাগ সময়েই ছিলেন একাদশের বাইরে। আসর শুরু করলেও পরে চোটের কারণে ছিটকে পড়েন বাইরে। সবমিলিয়ে মাত্র ৪ ম্যাচ খেলে করেছেন ৫০ রান। ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সুপার লীগ শুরু করছে মোহামেডান। রানরেটে এগিয়ে শীর্ষে থাকা আবাহনীর পয়েন্টও ১৮। সুপার লীগের প্রথম ম্যাচে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। ষষ্ঠ ও শেষ দল হিসেবে সুপার লীগে উঠেছে লিজেন্ডস।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status