ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে মন্তব্য

বাংলাদেশের কড়া সমালোচনা ভারতের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতা নিয়ে মন্তব্য করার জন্য বাংলাদেশের কড়া সমালোচনা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বক্তব্যকে ‘অযৌক্তিক মন্তব্য’ এবং ‘ভণ্ডামিপূর্ণ আচরণ’ বলে অভিহিত করেছে। সেইসঙ্গে ভারত বাংলাদেশকে সেখানকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে। মুর্শিদাবাদে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, আমরা ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সম্পূর্ণ সুরক্ষার জন্য সকল পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। এরই প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের মন্তব্য সেখানে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল করে দেখানোর একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রয়াস। যেখানে এই ধরনের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। 

এদিকে, মুর্শিদাবাদে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে তার উপদ্রুত এলাকা সফর স্থগিত করার জন্য অনুরোধ করেছেন। রাজ্য সরকারের  রিপোর্ট অনুযায়ী, ৪ঠা এপ্রিল জঙ্গিপুরের থানা এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু ৮ই এপ্রিল উমরপুরে ৫,০০০ জনতা জাতীয় সড়ক ১২ অবরোধ করলে তা সহিংস হয়ে ওঠে। পুলিশের ওপর ইট, লোহার রড, ধারালো অস্ত্র এবং আগুন বোমা দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সরকারি যানবাহনকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

পাঠকের মতামত

বাংলাদেশ বিষয়ে নাক গোলানো বন্ধ করেন। আপনারাই ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রয়াস চালাচ্ছেন সংখ্যালঘুদের নিয়ে।এগুলা বন্ধ করুন। ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করুন।

jashim
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:৫২ অপরাহ্ন

বাংলাদেশ বিষয়ে নাক গোলানো বন্ধ করেন। আপনারাই ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রয়াস চালাচ্ছেন সংখ্যালঘুদের নিয়ে।এগুলা বন্ধ করুন। ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করুন।

Shuvo
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৪৯ অপরাহ্ন

রণধীর জয়সওয়াল একটা চরম বেয়াদব, নিজেরা সংখালঘু মুসলমানদের মারছে সেই কত বৎসর আগে থেকে, অথচ বাংলাদেশের সমালোচনা করছে

Khilji
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১:০৫ অপরাহ্ন

Ekon keno jala kore shalara. amader deshe hindu ra o mirjafar tara varoter ei propaganda niya kono din kisu bole na. ashol kota tu amader hindu ra keno bole na ????

Nayan
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:৩২ অপরাহ্ন

আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিজেদের পারিবারিক কলহে গঠিত বিরোধকে ওরা সংখ্যা লঘু নির্যাতন বলবে। আর ওদের ওখানে মসজিদ ভাঙ্গবে, খাসির গোস্ত খেলে গরুর মাংস খেয়েছে বলে খুন করবে। তাও তাকে সংখ্যা লঘু নির্যাতন বলা যাবে না। ওয়াকফ্ সম্পত্তি লোফাট করবে, ওয়াকফ্ প্রশাসক হিসাবে হিন্দুকে নিয়োগ দিবে তাও কিছু বলা যাবে না। ওরা তো মগের মুল্লুক চালাচ্ছে।

Advocate GMA Zafar
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১১:১৭ পূর্বাহ্ন

ভারতের পশ্চিম্বঙ্গ ও উত্তরখণ্ডে মুসলমানদের উপর সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় নির্যাতন হচ্ছে ,১৭০ টী মাদ্রাসা বন্ধ করে দিয়েছে ।অপরদিকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত ও হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপপ্রয়াস ।

কাজী মুস্তাফা কামাল
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:০৭ পূর্বাহ্ন

If India interferes with Bangladesh's internal matter, then Bangladesh has every right to ask the same question.

Mahmudul Hassan
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

ভারত সংখ্যালঘু একটি শ্রেণী আলাদা করে দেখে ও অত্যাচার করে । বাংলাদেশ তার সব নাগরিক কে সমান চোখে দেখে এমনকি বাংলাদেশের নাগরিক সৌহার্দ পূর্ণ সম্পর্ক বজায় রেখেই একে অন্যকে সম্মান করে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন আছে। বরং এদেশে কিছু হিন্দু বাংলাদেশ কে আজও আপন ভাবে না । আবার বেশিরভাগ হিন্দু গর্ভ করে বাংলাদেশ তাদের জন্ম ভূমি ।

Kazi
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৯:১৭ পূর্বাহ্ন

what the hell India is talking

Kader
১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:৩০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status