খেলা
বিনামূল্যে সম্প্রচার করছে বিটিভি
দ্বিতীয় টেস্ট দেখা যেতে পারে বেসরকারি চ্যানেলে
স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, রবিবারবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আগ্রহ নেই বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর। তাই বেশ লম্বা বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দলের কোনো খেলা সম্প্রচারিত হতে যাচ্ছে একমাত্র সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। বিনামূল্যে খেলা সম্প্রচার করার জন্য বিটিভি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের দুই টেস্টের জন্য পাওয়া যায়নি কোনো সম্প্রচারক চ্যানেল। উপায়ন্তর না পেয়ে যোগাযোগ করা হয় বিটিভির সঙ্গে। স্বাভাবিক কারণেই সরকারি টিভি চ্যানেলটি থেকে কোনো প্রকার অর্থপ্রাপ্তি হবে না বোর্ডের। উল্টো বিটিভিকে পেমেন্ট দেয়ার কথা বিসিবি’র। তবে বিটিভি কোনো অর্থ নিচ্ছে না। আর এই খেলা দেখানোর স্লট পেয়ে বিটিভিকে কিছু দিতে হবে না দেখেই খুশি ফারুক আহমেদ। শনিবার বনানীতে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘এটা গোড়া থেকে বলতে হবে। সময়টা খুবই.. মানে ঘরোয়া আন্তর্জাতিক সব জায়গায় মন্দা চলছে। একটু খারাপ সময় যাচ্ছে। (রাজনৈতিক) পট পরিবর্তনের পর সময় লাগছে।’ বিটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারুক যোগ করেন, ‘বিটিভি দেখাচ্ছে, অনেক ধন্যবাদ তাদের। বিটিভির স্লট পাওয়া খুব কঠিন। সচিব মহোদয় এখানে আছেন, ওনাকে যোগাযোগ করা হয়েছে বোর্ড থেকে। আপনি জানেন বিটিভি’র স্লট (এয়ার টাইম) কিনতে হয়। তার প্রতি কৃতজ্ঞ। বিটিভি বিনামূল্যে এটা দেখিয়ে দেবে। অন্তত মানুষের কাছে পৌঁছাবে খেলাটা।’ বিটিভির পাশাপাশি একই সঙ্গে অন্য একটি বেসরকারি চ্যানেলেও খেলা দেখানোর চেষ্টা চলমান রয়েছে। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘এখনও কথা চলছে অন্য কোনো টিভি পাওয়া যায় কি না। এই ম্যাচ (প্রথম টেস্ট) যদি নাও দেখাতে পারি, পরের (দ্বিতীয় টেস্ট) ম্যাচ চেষ্টা করবো। এছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। ওটার জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাবো।’
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে, ২৮শে এপ্রিল।