খেলা
বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজে সেরা কারা?
স্পোর্টস রিপোর্টার
২০ এপ্রিল ২০২৫, রবিবার
চার বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ সকাল সাড়ে ৯টায়। এর আগে সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। আর ২১ সালে তাদের মাটিতে লাল বলে খেলে টাইগাররা। দুই দল এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছে। যেখানে বাংলাদেশ জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ে ৭টি। বাকি তিনটি শেষ হয়েছে ড্রতে। এক বছরে সবচেয়ে বেশি ২০০১ সালে হোম ও অ্যাওয়ে মিলিয়ে মোট ৪টি টেস্ট খেলেছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে।
বাংলাদেশ-জিম্বাবুয়ীর টেস্ট লড়াইয়ে সবচেয়ে বেশি রান ব্রেন্ডন টেইলরের। ২৪ ইনিংসে জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক ব্যাটার করেন ১২৩৯ রান। দ্বিতীয় স্থানে টেইলরের সতীর্থ হ্যামিল্টন মাসাকাদজা, ৮৮৩ রান। বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহীম সর্বোচ্চ রানের মালিক হলেও দুই দল মিলিয়ে তিনি তৃতীয় স্থানে। ১৮ ইনিংসে ৮৫৭ রান করেছেন তিনি। তার ফিফটি ৩টি আর সেঞ্চুরি ২টি। তবে এবারের সিরিজেই মাসাকাদজাকে টপকে যাওয়ার সুযোগ তাঁর সামনে। চতুর্থ স্থানে আছেন মুমিনুল হক সৌরভ। এই টাইগার ব্যাটার ১৪ ইনিংসে সমান ৩টি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ৭৫৭ রান। কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ১৫ ইনিং, করেছেন ৬১৫ রান। আর ১৩ ইনিংস খেলে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসানের সংগ্রহ ৪৭৭ রান। বাংলাদেশের জার্সিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ফিফটি করা হাবিবুল বাশার (৭টি) অবসর নিয়েছেন দেড় যুগ আগেই। জিম্বাবুয়ের এই দলে আছেন, এমন ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সেরা ব্যাটার অধিনায়ক ক্রেইগ আরভিন। ৫ ম্যাচে ৩০৩ রান করেছেন তিনি।
বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তাইজুল ইসলামের দখলে। এই টাইগার স্পিনার ১২ ইনিংস হাত ঘুরিয়ে নিয়েছেন ৪১ উইকেট। ৪ বার নিয়েছেন ৫ উইকেট, ৩৯ রানে ৮ উইকেট সেরা বোলিং ফিগার। এরপর ১৪ ইনিংসে ৩১ উইকেট সাকিব আল হাসানের। তিন নম্বরে জিম্বাবুয়ের কাইল জারভিস। ৫ টেস্টে এই পেসার নিয়েছেন ২৪ উইকেট। ৩ বার নিয়েছেন ৫ উইকেট। এনামুল হক জুনিয়র ৬ ইনিংসে নিয়েছেন ২১ উইকেট, তারও ইনিংসে ৫ উইকেট শিকার ৩বার। এই সিরিজে আছেন এমন খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশের মিরাজ ৩ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। আর জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ১ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট।
এখন পর্যন্ত বাংলাদেশুজিম্বাবুয়ে টেস্টে ম্যাচে দশ উইকেট নিয়েছেন তিনজন বোলার। তিনজনই বাংলাদেশি- এনামুল হক জুনিয়র (১২ উইকেট, ২০০৫ সালে ঢাকায়), সাকিব আল হাসান (১০ উইকেট, খুলনায়), তাইজুল ইসলাম (১১ উইকেট, ২০১৮ সালে সিলেটে)। মুখোমুখি লড়াইয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রানও বাংলাদেশের।
২০২০ সালের ফেব্রুয়ারিতে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৬ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল মুমিনুল হকের দল। সবচেয়ে বেশির মতো সবচেয়ে কম রানে অলআউটের রেকর্ডও টাইগারদের। ২০০১ সালের নভেম্বরে জাতীয় স্টেডিয়াম, ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানে অলআউট হয়েছিল নাইমুর রহমানের নেতৃত্বাধীন দল।