বাংলারজমিন
রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে রাজউক’র অভিযান, জরিমানা
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত ও অনুমোদনহীন ৮টি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকা থেকে শুরু হয় এ অভিযান। পরে বিকাল পর্যন্ত রাজউক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। এতে ২ লাখ টাকা জরিমানাসহ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। সতর্ক করা হয় ভবনমালিকদের। অভিযানে রাজউক’র নারায়ণগঞ্জ জোন-৬/৩ এর ব্যবস্থাপনায় রাজউক’র অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সুরত আলী রাসেল, ইমারত পরিদর্শক মো. আব্দুর রহিমসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হাওলাদার জানান, ড্যাব অন্তর্ভুক্ত সকল সিটি করপোরেশন ও পৌরসভায় রাজউক’র অনুমোদন ছাড়া কোনো আবাসিক বা বাণিজ্যিক ভবন করা আইন বহির্ভূত। কিনু্ত তারাবো পৌরসভার প্রায় সকল এলাকায় নাগরিক সুবিধা খর্ব করে ভবন নির্মাণের কাজ চলছে। এ কারণে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৬টি নির্মাণাধীন আবাসিক ভবন একটি হাসপাতাল ও এক শিল্পপ্রতিষ্ঠানের ভবনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে এই শাস্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে নিয়ম-বহির্ভূতভাবে আবারো কাজ শুরু করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।