ভারত
তালিকা প্রকাশের দাবিতে সারারাত ঘেরাওয়ের পর এসএসসি ভবনের সামনে অবস্থানে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১:০০ অপরাহ্ন
যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে পশ্চিমবঙ্গের আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা সল্টলেকে এসএসসি ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন। সোমবার থেকে ঘেরাও করে রেখেছেন এসএসসি ভবন। তাদের আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর প্রতিনিধিরাও। মঙ্গলবার সকালে দফতরের ভেতরে আটকে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, বর্তমানে এই আন্দোলনে শুধু শিক্ষকেরা নেই। বাইরে থেকে আসা বহু মানুষও এর সঙ্গে যুক্ত হয়েছেন। এই কথা জানার পর আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের কথা ছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরেও সেই তালিকা প্রকাশ হয়নি। বেশি রাতের দিকে একটি বিবৃতি প্রকাশ করে কমিশন। সেখানও তালিকার বিষয়ে কিছু উল্লেখ ছিল না।