ভারত
নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় কাশ্মীরে সতর্কতা জারি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ সপ্তাহ আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪৯ অপরাহ্ন
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার আতঙ্কের মধ্যে নতুন করে হামলার আশঙ্কায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে নানা তথ্য পুলিশের হাতে এসেছে বলে পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন। গোটা কাশ্মীর জুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রেলওয়ে অবকাঠামো, কাশ্মীরি পণ্ডিত এবং উপত্যকার অ-স্থানীয় কর্মীদের লক্ষ্য করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর জুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের মতে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আগামী দিনে অ-স্থানীয়, সংখ্যালঘু কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্য এবং নিরাপত্তা কর্মী বা সরকারি অবকাঠামোকে লক্ষ্য করে ‘দুঃসাহসী’ হামলা চালানোর একটি সমন্বিত পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে।
এই তথ্যের আলোকে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। রেলওয়ে স্টেশন, অভিবাসী শ্রমিকদের আবাসস্থল এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। কাশ্মীরি পন্ডিত সরকারি কর্মীদের সতর্কতা হিসেবে ঘরে বসে কাজ করতে বলা হয়েছে।
পুলিশের এক উচ্চপদস্থ কর্তা সংবাদ সংস্থাকে বলেন, নিরাপত্তাবাহিনী এলাকা নিয়ন্ত্রণ অভিযান জোরদার করেছে এবং যেকোনো হামলা প্রতিরোধে গোয়েন্দা তথ্য-ভিত্তিক তল্লাশি চালাচ্ছে। সর্বত্র চেকপয়েন্ট বৃদ্ধি করা হয়েছে, রাতের টহল জোরদার করা হয়েছে। সেইসঙ্গে স্পর্শকাতর এলাকাগুলোতে ইলেকট্রনিক নজরদারি চালানো হচ্ছে।