অনলাইন
আচমকা অন্ধকার নেমে এলো ইউরোপের তিন দেশে
মানবজমিন ডিজিটাল
(৮ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪০ অপরাহ্ন

স্পেন, পর্তুগাল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের কিছু অংশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। যার ফলে গণপরিবহন অচল হয়ে পড়েছে, বিশাল যানজট দেখা দিয়েছে। ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং এটিএমের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। হাসপাতালগুলোতেও চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। কারণ ইউটিলিটি অপারেটর এবং কর্তৃপক্ষ বৈদ্যুতিক গ্রিড পুনরুদ্ধারের জন্য তৎপরতার সঙ্গে কাজ করছেন। পর্তুগালের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার ভোরে আচমকা সারা দেশে বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। একই অবস্থা হয় স্পেনেও। বিদ্যুৎবিহীন হয়ে যায় মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর। কিছুক্ষণের মধ্যেই অন্য বিমানবন্দরগুলোও স্থবির হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। দেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। দুই দেশের বাসিন্দারা অনেকেই বলছেন, তাদের মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গিয়েছে। ফলে পরিজনদের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না তারা। এই বিভ্রাটের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে, তবে পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো বলেছেন যে সাইবার আক্রমণের ‘কোনো ইঙ্গিত’ নেই। পর্তুগিজ জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রও বলেছে যে, সাইবার আক্রমণের কারণে এই বিভ্রাটের কোনও লক্ষণ মেলেনি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আরও জানিয়েছে যে, যেসব অঞ্চলে জরুরি অবস্থা জারির অনুরোধ করা হবে সেখানে জরুরি অবস্থা প্রযোজ্য হবে। এখনও পর্যন্ত মাদ্রিদ, আন্দালুসিয়া এবং এক্সট্রেমাদুরা কেন্দ্রীয় সরকারকে জনশৃঙ্খলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যভার গ্রহণের জন্য অনুরোধ করেছে। স্পেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা রেড ইলেকট্রিকার তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ গোটা স্পেনে বিদ্যুতের সামগ্রিক ব্যবহার ৫০ শতাংশ কমে যায়, যা দেশজুড়ে ‘ব্ল্যাকআউট’-এর দিকে ইঙ্গিত করে। রেড ইলেকট্রিকা জানিয়েছে, দীর্ঘক্ষণের চেষ্টায় স্পেনের উত্তর এবং দক্ষিণাংশে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে। তবে, প্রযুক্তিগত কারণে এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখার একজন মুখপাত্র বলেছেন, ইউরোপীয় কমিশন ব্ল্যাকআউটের অন্তর্নিহিত কারণ বোঝার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগে করছে। কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং নিশ্চিত করবে যে, সমস্ত প্রাসঙ্গিক পক্ষের মধ্যে যাতে যথাযথ তথ্য আদান-প্রদান হয়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এক্স-এ বলেছে, ‘উভয় দেশের গ্রিড অপারেটররা কারণ খুঁজে বের করার এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করছে। এই মুহূর্তে কোনও সাইবার আক্রমণের কোনও ইঙ্গিত নেই।’
সূত্র : আলজাজিরা