ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রধান উপদেষ্টা

ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচন, সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে পুলিশের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন

mzamin

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যের প্রতি এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, ইতিমধ্যে জাতির উদ্দেশে দেয়া একাধিক ভাষণে আমি বলেছি-চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে দায়িত্বের কথা তুলে ধরে পুলিশ সদস্যের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব।’

পাঠকের মতামত

মাননীয় প্র. উপদেষ্টা, আপনিও এ জাতিকে হতাশ করবেন!! আবারো তথাকথিত নির্বাচন, ক্ষমতা, লুটপাট, জবরদখল,বিরোধী দমন,প্রভু রাস্ট্রের দাসত্ব ও রক্তচক্ষু ......আবারো রক্তের হোলিখেলা, জীবনদান,ফ্যাসিবাদের নতুন ভার্সন..... প্লিজ,অন্তত একটা ব্যবস্থা করে যান এ বাংলায় যেন আর কোন বিপ্লব বা অভ্যুত্থানের জন্য আমার দেশের কাউকে জীবন দিতে কিংবা পঙ্গুত্ববরণ করতে না হয়। মাননীয়, আর কয়েক বছর সময় নেন, এত্তো তাড়াহুড়োরতো কিছু নেয়। শিকারী শিকারের জন্য উদগ্রীব হয়ে থাকবেই-এতো নতুন কিছু না, কিন্তু এদেশে রাজনীতির নতুন একটা বন্দোবস্ত খুবই প্রয়োজন।

Liton
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:৩৬ অপরাহ্ন

আগামী নির্বাচনের পরে আবার যে লাউ সেই কদু। চাঁদাবাজির জন্য পাঁচ বছরের মৌরসী পাট্টা কবিলিয়ত দেয়া হবে। আবার উন্নয়নের গলাবাজি, আবার দখলের রাজনীতি, সর্বত্র ঘুস দূর্নীতির মচ্ছব,আবার তুলে নিয়ে জিম্মি করে বখরা আদায়। আবার প্রতিবেশীর দাদাগিরি। জুলাই শহীদ ও ফ্রন্ট লাইনার এবং সমর্থকদের ইঁদুর দৌড়। পালাতক স্বৈরাচারের প্রগলভ বিচরণ ও প্রতিশোধ নেয়ার নিষ্ঠুর মহড়া।

মোহাম্মদ হারুন আল রশ
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:১৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status