বাংলারজমিন
দৌলতপুরে এলজিইডি’র কাজের অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, বুধবারকুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুদক। গতকাল দুপুর ১টায় উপজেলার আল্লারদর্গা-রিফইতপুর সড়কের উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে তারা এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল হকসহ অন্যান্য কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, কমিশনের অনুমতি সাপেক্ষে আমরা সরজমিন তদন্তে এসেছি। অভিযোগ ছিল প্রকল্পের কাজে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী দায়সারাভাবে ব্যবহার করা হয়েছে।
এ অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্পটে সড়কের দৈর্ঘ্য-প্রস্থ, হেজিং, প্যালাসাইড পরীক্ষা-নিরীক্ষা করেছি। পাশাপাশি কাজের স্যাম্পুল ও মেটারিয়ালস নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষা সাপেক্ষে এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি তা যাচাই- বাছাই সাপেক্ষে কমিশনে রিপোর্ট দাখিল করা হবে।