ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আড়াইহাজারে ৪ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার দফা দাবিতে স্থানীয় পাওয়ারলুম শ্রমিকেরা সড়ক অবরোধ করে। প্রথমে স্থানীয় রামচন্দ্রী এলাকা থেকে গোপালদী বাজার পর্যন্ত রাস্তায় গাছের গুঁড়ি ও ইটসহ বিভিন্ন ভারী বস্তু ফেলে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা রামচন্দ্রী স্ট্যান্ড এলাকায় অবস্থান নিলে পরে বিশনন্দী ফেরিঘাট সড়কেও যানচলাচল বন্ধ হয়ে যায়।  গতকাল দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা সড়কে বসে বিক্ষোভ করে। এতে শত শত যানবাহন সড়কে আটকা পড়ে। স্থানীয় বিভিন্ন টেক্সাইল মিলের প্রায় ২ হাজারের মতো শ্রমিক অবরোধে অংশ নেয়। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে। একপর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করা হলে শ্রমিকরা চলে যায়। আবুল খায়ের টেক্সাইল মিলের শ্রমিক কবির হোসেন বলেন, আমরা টেক্সাইল মিলের মালিকদের কাছে চারটি দাবি করেছি। দাবির মধ্যে রয়েছে, গজপ্রতি গ্রে-রে কাপড়ে এক টাকা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের  স্বাস্থ্য সুরক্ষা এবং কোনো দুর্ঘটনা ঘটলে মালিকপক্ষ আর্থিক সহযোগিতা ও দুই ঈদে বোনাসভাতা চালু করতে হবে। তিনি বলেন, এই দাবিগুলো আমাদের দীর্ঘদিনের। এটি মালিকদের পক্ষে পূরণ করা সম্ভব।
শ্রমিক বিল্লাল হোসেন বলেন, আমাদের কর্মস্থলে কোনো নিরাপত্তা নেই। প্রতিষ্ঠানের  ভেতরে কর্মরত অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের নিজেদের অর্থে চিকিৎসা করতে হয়। অনেক শ্রমিক বিনা চিকিৎসায় কষ্ট করে। শ্রমিক নাহিদ বলেন, দুই ঈদে আমাদের বোনাসের দাবি করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বোনাস দিয়ে থাকে। আমরা কেন তা পাবো না? আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফদ্দিন বলেন, শ্রমিকদের পক্ষ থেকে চারটি দাবি করা হয়েছে। মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবিগুলো ধাপে ধাপে পূরণ করার আশ্বাস দিলে তারা অবরোধ ছেড়ে চলে যায়। বর্তমানে সড়কে যানবাহন চলাচল করছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status