ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। ঘটনাটির একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারধর করে তার পরনের জামা ছিঁড়ে ফেলা হয়েছে। এই অবস্থায় তাকে হাঁটিয়ে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। কয়েকজন তাকে মারধরও করেন। চোখে পানি, মুখে কান্না অসহায় অবস্থায় দেখা যায় অভিনেতা সিদ্দিককে। ঘটনার সময় ওই যুবকরা সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলে  স্লোগান দিতে থাকেন। এ সময় তারা আরও বলেন, আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করেছি। পরে তাকে রাস্তায় হাঁটিয়ে রমনা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের শাহজাদপুর এলাকায় সিদ্দিকের বাসা ঘেরাওয়ের ঘটনা ঘটে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম মানবজমিনকে বলেন, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরে। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে শুনেছি, আমরা ওই থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। যাচাই-বাছাই করে গ্রেপ্তার দেখাবো।

এর আগে গত বৃহস্পতিবার সিদ্দিকের বাড়ি ঘেরাও করেছিলেন স্থানীয় মানুষ। তারা সেখানে বিক্ষোভ করে সেখান থেকে সরে যান। 

উল্লেখ্য, সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন।
 

পাঠকের মতামত

very good

dewa
২ মে ২০২৫, শুক্রবার, ২:৩২ অপরাহ্ন

এই সমস্ত দালাল টাউট হাসিনার দোসরদের খুজে বের করে জনতার আদালতে আগে বিচার করে তারপর আইনের হাতে তুলে দিতে হবে।

সোহাগ
১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩০ অপরাহ্ন

বিনা ভোটে সহজ উপায়ে এমপি হাওয়ার জন্য ডিক্টেটর শাসক শেখ হাসিনা কে সমর্থন করে তার স্বৈরশাসন কে যারা দীর্ঘমেয়াদি করেছিল এবং বাংলাদেশের গণতন্ত্র কে পুনরুদ্ধার করতে গিয়ে যাদের কারণে জুলাই-অগাস্টে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছেন সেই সব সুবিধাবাদী বড় ও ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী দের কে বাহির করে ছিদ্দিকের মতো গণ ধোলাই দিয়ে তারপরে আইনের হাতে তুলে দিতে হবে যাহাতে অদুর ভবিষ্যতে মিডিয়া জগতের লোকজন নিজেদের সুবিধার জন্য কোনো স্বৈরাচার কে সমর্থন করতে না পারে।

Shahid Uddin
৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:৩১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status