বাংলারজমিন
জনবান্ধব পুলিশ গঠনে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবারজনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও মানবিক ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। গতকাল দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়ে বলেন, পুলিশ সদস্যদের ব্যবহার, সেবার মানসিকতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। এর মাধ্যমে পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং দুর্নীতিমুক্ত থাকার গুরুত্বও তুলে ধরেন। কারও কাছ থেকে কোনো বিশেষ সুবিধা নেয়া যাবে না। ঘুষ ও দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে হবে বলে জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশের বিভিন্ন ইউনিট ও থানা পরিদর্শন করেছেন এবং বেশ কিছু সমস্যার বিষয় অবগত হয়েছেন। এর মধ্যে অধঃস্তন পুলিশ সদস্যদের থাকা ও খাওয়ার সমস্যা সবচেয়ে প্রকট। এছাড়া যানবাহনের অভাবও উল্লেখযোগ্য সমস্যা হিসেবে উঠে এসেছে। তিনি জানান, থানার জন্য ২০০টি পিকআপ ভ্যান কেনার প্রক্রিয়া চলছে, যা মন্ত্রিসভা কমিটিতে তোলা হয়েছে।
সভায় পুলিশ সদস্যদের ধৈর্য ধারণ ও প্রয়োজনবোধে বলপ্রয়োগ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব।
সরকারের কল্যাণমূলক পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, কনস্টেবল থেকে এসআই পর্যায়ের সদস্যদের ঝুঁকি ভাতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য ঋণ প্রদানের পরিকল্পনা রয়েছে। এছাড়া স্বামী-স্ত্রী উভয় পুলিশ সদস্য হলে তাদের একই জেলায় পদায়নের বিষয়েও গুরুত্ব দেয়া হবে বলে জানান উপদেষ্টা। তিনি জানান, পুলিশের জনবল সংকট নিরসনে সাংগঠনিক কাঠামোতে জনবল বৃদ্ধির প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে আইজিপিকে নির্দেশনা দেয়া হয়েছে।
সভায় ট্রাফিক পুলিশের কাজ সহজ করতে ট্রাফিক বক্স/শেলটার স্থাপন, রাতে টহলরত সদস্যদের জন্য তাঁবু স্থাপন এবং মাদকের মূল হোতাদের বিরুদ্ধে শক্ত অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন- আইজিপি বাহারুল আলম এবং দেশের সব পুলিশ ইউনিটের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। পরে উপদেষ্টা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন।