বাংলারজমিন
মোহাম্মদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: সেনা অভিযানে আটক ৪
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবাররাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে যৌথ বাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মুস্তাকিম, সুমন, ঝটন এবং রবিন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার বলেন, সেনাবাহিনীর একটি টিম রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে মঙ্গলবার সকালে সেনাবাহিনীর ৪৬ বি-গ্রেডের এক কর্মকর্তা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উক্ত ৪ জনের একটি সংঘবদ্ধ চক্র এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য ভয়ভীতি দেখায়। এই চক্রটি ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলেও জানান তিনি। অভিযানের সময় সোহরাওয়ার্দী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে দুই অপরাধীকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তী অভিযানে বাকি ২ জনকেও আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সামুরাই, একটি দেশীয় বড় ছুরি এবং নগদ ৩ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।