অনলাইন
দেশবাসীর উদ্দেশে ভাষণ
কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না ভারত: মোদি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১৬ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন

পেহেলগামে যে সন্ত্রাসীরা নৃশংস হত্যা চালিয়েছে তাদের সঙ্গে বিশ্বের নানা প্রান্তের সন্ত্রাসী হামলার সংযোগ রয়েছে বলে ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ভারতীয় সময় রাত আটটায় দেশবাসীর উদ্দেশে দেয়া ভাষণে মোদি বলেন, অপারেশন সিঁদুর ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা ছিল। এই অপারেশন এখনও জারি রয়েছে। ভারত কোনো ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ সহ্য করবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে।
মোদি জোরের সঙ্গে বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হতে হবে সন্ত্রাস নিয়ে এবং পাক অধিগৃহীত কাশ্মীর নিয়ে। পাকিস্তানকে উদ্দেশ্য করে মোদি বলেন, সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে।
ভারতের সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর-এ আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। অপারেশনের সাফল্য নিয়ে মোদি বলেন, আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হল। দুনিয়া দেখল কীভাবে পাকিস্তানের ড্রোন, মিসাইল ভারতের কাছে ধূলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।
পাঠকের মতামত
ইন্দিরা গান্ধী এ জায়গায় থাকলে পরিস্থিতি এ রকম হতোনা, ৩৭০ ধারা বিলুপ্ত করে দেওয়াই আজ সমস্যার যত কারণ।
পৃথিবীর বুকে কোন জালিমের শেষ পরিণতি ভালো হয়নি। দুনিয়াতেই সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তার পর্রিণাম দেখিয়ে দিয়েছেন। আমরা ভবিষ্যতেও তাই দেখবো ইনশাআল্লাহ। বিজয় কার হয় তাও দেখবো ইনশাআল্লাহ। শুধু সমর্য়ে অপেক্ষা......
ব্যর্থতা স্বীকার করলে পদত্যাগ করতে হবে।
Mut khaua Modi here geye ekhon prolap korce.Sara duniya jane ki hoice.
Many bangladeshi lost their relavtives during Indian attack on Pakistan on this May, 2025. Sorry for their loss. Also sorry for their mom or grandma who was raped by Pakistanis in 1971
আরে মোদী নিজে বাঁচার জন্য ট্রাম্প এর পা জড়িয়ে ধরেছিল। গান গেয়ে লাভ নেই, দ্বিতীয় বার কথা না বলে, গোমূত্র খা। সিনেমার হিরু ইন্ডিয়া।
আমি নিশ্চিত আমাদের কওমী জননী এই ভাষন লিখে দিয়েছে।
মোদী কুস্তিতে হেরে পাকিস্তানের তলে পরেছে, কিন্তু সে নিচে থেকেই ভয় দেখাচ্ছে ছয় মাসেও ছেড়ে দিবেনা, হা হা হা....
হ্লা আসলেই একটা ভিতুর ডিম, আগে চুলকাবে, পরে কিছু কইলেই বলবে খেল্মু না
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী এই দুই জনের মধ্যে অনেক কিছু মিল আছে।
পাগলের সুখ মনে মনে
The current Prime Minister of India appears to be misleading the public, capitalizing on a version of 'Hindutva' that gained prominence only after 2014. Many citizens seem to follow this narrative unquestioningly, which is causing growing discontent across the nation.
Everybody knows you have lost the war. The grief and sadness of indians after losing the highly rated Rafael jets are reflected on faces of their generals. The silence of Mr Modi for last two days only spoke for themselves.
কেউ চাপাবাজি না করি ..!!
চোরের মায়ের বড় গলা, লজ্জা শরম নেই এরকম মিথ্যা কথা বলে। ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ