ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বাংলাদেশি শ্রমিকদের শোষণ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(১৯ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৪ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের কারসাজি, শোষণ বা কর্মসংস্থান জালিয়াতি সংঘটিত না হওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎকালে সাইফুদ্দিন এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার তার ফেসবুক পোস্টে তিনি বলেন, "এই বৈঠকটি বাংলাদেশ থেকে আগত বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনার সুযোগ করে দিয়েছে, যার মধ্যে সরকারের অভিবাসন খরচ কমানোর মূল প্রতিশ্রুতিসহ বেশ কিছু নীতি ও অপারেশনাল বিষয় অন্তর্ভুক্ত ছিল।"

সাইফুদ্দিন মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনা সুসংহত করার প্রচেষ্টায় অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।

এদিকে, মানবসম্পদ মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছে যে, তাদের মন্ত্রী স্টিভেন সিম চি কিওং মন্ত্রণালয়ের পরিদর্শনে আসা আসিফের সাথে বিদেশি শ্রমিকদের, বিশেষ করে বাংলাদেশের শ্রমিকদের কল্যাণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছেন।

মন্ত্রণালয়ের মতে, একটি নিরাপদ, ন্যায্য এবং অধিকার-সম্মানজনক কর্মসংস্থান ইকোসিস্টেম নিশ্চিত করতে উভয় পক্ষ কৌশলগত সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "মালয়েশিয়া মাদানি কাঠামোর অধীনে সহানুভূতি, ন্যায়বিচার এবং সুস্থতার নীতি অনুসারে, বিদেশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা প্রশিক্ষণে প্রবেশাধিকার নিশ্চিত করে, মালয়েশিয়া একটি নৈতিক কর্মসংস্থান গন্তব্য হিসেবে থাকবে বলে সিম পুনর্ব্যক্ত করেছেন।"

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status