ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বিদেশি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ বন্ধ করেছে মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(৪ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন

আগামী ১৯ মে ২০২৫ থেকে মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের জন্য লেম্বাগা মক্তব মাহমুদ (এলএমএম) ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)।

দেশটির বারনামা ও বেরিতা হারিয়ান জাবতন পেঙ্গাঙ্কুতান জালান (জেপিজে)-এর মহাপরিচালক দাতুক আইডি ফাদলি রামলির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বিদেশি নাগরিকদেরকে মালয়েশিয়ানদের মতো নিয়ম অনুযায়ী ড্রাইভিং পরীক্ষাসহ সমস্ত প্রচলিত ধাপ অনুসরণ করে লাইসেন্স পেতে হবে।

পত্রিকাগুলি আরো জানিয়েছেন, ‘এই উদ্যোগ মাদানি সরকারের সড়ক নিরাপত্তা বৃদ্ধির ও জনসেবার মান উন্নয়নের অঙ্গীকারের অংশ। এতে বিদেশিদের সড়ক নিরাপত্তা সম্মতি এবং দক্ষতার মান নিশ্চিত করা সম্ভব হবে।’

তবে এই বিধিনিষেধ কূটনৈতিক কোরের সদস্য ও 'মালয়েশিয়া মাই সেকেন্ড হোম' (এমএম২এইচ) কর্মসূচিতে অংশগ্রহণকারী বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাছাড়া, যেসব মালয়েশিয়ান নাগরিক এলএমএম লাইসেন্স গ্রহণের পূর্বে বিদেশি ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন, তারাও এই নতুন নিয়মের আওতায় আসবেন না।

জেপিজে-এর মহাপরিচালক আরও জানান, যারা কম সময়ের (১২ মাসের কম) জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে গাড়ি চালানোর অনুমতি বহাল থাকবে।

১৯৪৯ সালের জেনেভা ও ১৯৬৮ সালের ভিয়েনা রোড ট্র্যাফিক কনভেনশনের সদস্য দেশগুলোর নাগরিকদের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে মালয়েশিয়ায় গাড়ি চালানোর অনুমতি থাকবে।

এছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর নাগরিকরা ১৯৮৫ সালের পারস্পরিক স্বীকৃতি চুক্তির অধীনে নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে মালয়েশিয়ায় চালাতে পারবেন।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন নীতির বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status