ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আদালতে মমতাজের ওপর ডিম নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৩ মে ২০২৫, শুক্রবার
mzamin

মানিকগঞ্জ আদালতে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। হত্যাসহ দু’টি মামলায় সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মমতাজকে আদালতে আনা হয়। এ খবরে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে মমতাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় উত্তপ্ত হয়ে ওঠে আদালতপাড়া। এদিকে, সিংগাইরে হত্যা ও হরিরামপুরে ভাঙচুর ও মারধরের ঘটনায় পৃথক দু’টি মামলায় মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে। বেলা সোয়া ১১টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুর থানায় ভাঙচুর ও মারামারি মামলায় পাঁচদিনের রিমান্ড শুনানি হয়। এ সময় মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে আদালতের বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর বেলা সাড়ে ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের মামলায় সাতদিনের রিমান্ড শুনানি হয়। এতে আদালতের বিচারক আসামি মমতাজ বেগমকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই মামলায় ছয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 
ওদিকে, আদালত প্রাঙ্গণে হরেক রকমের স্লোগানে উত্তপ্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপেক্ষা করেন কখন আদালত থেকে মমতাজকে বের করে নেয়া হবে।  তাকে যখন আদালতের বারান্দায় আনা হয়, তখন বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের কঠোর নিরাপত্তায় মমতাজকে গাড়িতে উঠানোর সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ ছাড়া তাকে লক্ষ্য করে জুতাও ছোড়া হয়। 

কোর্ট ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে ২০২৪ সালের ২৫শে অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯শে অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেন। ওসি আরও জানান, পৃথক দু’টি আদালতে রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দু’দিন ও অন্য আদালতে চারদিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকায় কয়েকটি থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status