ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমীরের

স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার
mzamin

দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বদলীয় বৈঠক ডাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি  আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তিনি এ আহ্বান জানান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে তিনি লিখেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল অভিমান ও ক্ষোভ এক পাশে সরিয়ে রেখে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করছি। জাতির প্রতি গভীর দরদ প্রকাশ করে দোয়া করুন, আল্লাহ্‌ তায়ালা এ জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে দেশকে রক্ষা করুন। আমিন।

 

 

পাঠকের মতামত

রাজাকারদের অবৈধ ক্ষমতার স্বাদ ভোগের খায়েসের কারণেই দেশের এই অবস্থা।

সিরু
২৩ মে ২০২৫, শুক্রবার, ৯:৪০ অপরাহ্ন

Excellent idea to have a meeting with all political parties to arrive at a consensus on issues that will stabilise current unrest. Make sure all parties request Dr Yunus to continue until a fairly elected government is established.

Shahab
২৩ মে ২০২৫, শুক্রবার, ৪:০৫ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status