ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

শো বাড়লো ‘উৎসব’র

স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৫, শুক্রবার
mzamin

বহু বছর পর দর্শকরা যেন নির্মল আনন্দের কোনো সিনেমা পেলেন। ঈদের মতো সার্বজনীন উৎসবে প্রেক্ষাগৃহে পরিবার নিয়ে উপভোগ করার মতো সিনেমা ‘উৎসব’- এমনটাই বলছেন দর্শক। স্টার সিনেপ্লেক্সের রাজধানীর প্রতিটি শাখাতে প্রথম সপ্তাহে (৭-১২ই জুন) সিনেমাটির অধিকাংশ শো হাউসফুল, কিছু শো ছিল প্রায় হাউসফুল। দর্শকদের এমন ভালোবাসা পাওয়ায় সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠছেন সবাই। আর সেজন্যই দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে সিনেমাটির শো সংখ্যা। বিষয়টি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবং সিনেমাটির পরিচালক নিশ্চিত করেছেন। নির্মাতা তানিম নূর জানান, প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ‘উৎসব’ সিনেমার শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে শো সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি। প্রথম সপ্তাহের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও প্রদর্শিত হবে ‘উৎসব’। তানিম নূর বলেন, ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনেও আমাদের সিনেমাটি প্রদর্শনের আগ্রহের কথা জানিয়েছেন অনেকে। কথা শুরু হয়েছে। আশা করছি শিগগিরই সেই সুসংবাদটাও দিতে পারবো। ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন- জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। এক সিনেমায় এত তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে কাছাকাছি সময়ে বিরল। সিনেমাটির গল্প লিখেছেন- তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ‘উৎসব’ প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহ-প্রযোজনায় আছে চরকি।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status