বিনোদন
ঋণ স্বীকার করলেন অভিষেক
বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৫, সোমবার
বাবা অমিতাভ বচ্চনের মতো নন অভিষেক বচ্চন। অহরহ তাকে নিয়ে করা হয় কাটা ছেঁড়া। সারাক্ষণ বাবার সঙ্গে তুলনা চলে। কিন্তু এ অভিনেতা এগুলোর কখনোই প্রতিবাদ করেননি। গতকাল বাবা দিবসে তিনি আরও একবার পিতৃ ঋণ স্বীকার করলেন। ভিডিও বার্তায় ভারী কণ্ঠস্বরে বললেন, বাবা-ঠাকুরদার দেয়া বচ্চন পদবি না থাকলে আমায় কে চিনতো। আমি আজ যা, যেটুকু- সবটাই তোমাদের জন্য।