বিনোদন
এলো ‘জানোয়ার-৩’
স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৫, সোমবার
এর আগে ‘জানোয়ার’ সিক্যুয়ালের দু’টি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার ঈদ উপলক্ষে প্রকাশ হলো ‘জানোয়ার-৩’। কিং প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ নাটকের মূল ভূমিকায় অভিনয় করেছেন- জাহের আলভি ও ইফফাত আরা তিথি। মাহমুদ হাসান রানা পরিচালিত এ নাটকটিতে আরও অভিনয় করেছেন- এমিলা হক, সিদ্দিক মাস্টার, তাবাসসুম মিথিলা প্রমুখ।