বিনোদন
ভালো আছেন জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার
১৬ জুন ২০২৫, সোমবার
এখন শারীরিকভাবে বেশ ভালো আছেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। চিকিৎসা শেষে ১২ই জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ক্রমেই তার শরীরের উন্নতি হচ্ছে। তবে, আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জাহিদ হাসান বলেন, এখন আমি আগের চেয়ে বেশ ভালো আছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। গত ৯ই জুন জাহিদ হাসানের ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা। এদিকে, এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন তিনি। এ ছবিটি এরইমধ্যে প্রেক্ষাগৃহে বেশ দর্শক প্রশংসিত হয়েছে। জাহিদ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন- আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য সহ অনেকে।