বিশ্বজমিন
ইরানের পারমাণবিক স্থাপনা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে: ইসমাইল বাঘেই
মানবজমিন ডেস্ক
(৫ দিন আগে) ২৫ জুন ২০২৫, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

১২ দিনের যুদ্ধে নিজেদের পারমানবিক স্থাপনা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি নিশ্চিত। কারণ সেখানে লাগাতার হামলা চালানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বাঘেই আরও বলেছেন, আমি আর এ বিষয়ে কিছু বলতে চাইনা। কারণ এটি টেকনিক্যাল ইস্যু। ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।
পাঠকের মতামত
আবারো পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে। ইহুদি ও নাছারা দের জবাব দিতে এটাই উপযুক্ত সমাধান।
১০০% একমত। যদি আমাদের বেঁচে থাকতে হয়, তাহলে আমাদের তা করতে হবে।
অন্তত ১০টি মুসলিম দেশে পারমানবিক বোমা থাকতে হবে। পাহাড়ের নিচে কমপক্ষে ৬০০ থেকে ১০০০ মিটার নিচে পারমানবিক বোমার কারখানা করতে হবে, নতুবা বাংকার বাষ্ট বোমা দিয়ে আমেরিকা ধ্বংশ করে দিবে, যেভাবে ইরাক-সিরিয়ার পারমানবিক কেন্দ্র ধ্বংশ করেছিল।
নিজেদের নিরাপত্তার জন্য প্রত্যেক মুসলিম দেশের পারমাণবিক বোমা ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছ থেকে নিস্তার নাই।