বিশ্বজমিন
গাজায় মানবিক সহায়তা বন্ধ করতে হবে: বেন-গভির
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ অপরাহ্ন

ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির আবারও গাজা উপত্যকায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে গাজায় যে মানবিক সহায়তা প্রবেশ করছে, তা একটি পরিপূর্ণ লজ্জার বিষয়। মঙ্গলবার এক্সে পোস্ট করা বার্তায় বেন-গভির বলেন, যখন আমি মাস দেড়েক আগে সাহায্য পাঠানোর বিরুদ্ধে ভোট দিই, তখন জানতাম এটি হামাসের জন্য জীবনরক্ষার সুযোগ হবে। দুর্ভাগ্যজনকভাবে, আমি একমাত্র ছিলাম যে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তিনি আরও লিখেছেন, তখন অনেকে আমাকে নিয়ে ঠাট্টা করেছিল এবং বলেছিল, এই সাহায্য শুধু উত্তর গাজায় যাবে, মাত্র ১০ দিনের জন্য। কিন্তু এখন এটি পরিষ্কার- হামাসই খাদ্য ও অন্য পণ্যের নিয়ন্ত্রণ করছে এবং সেটিই তাদের টিকে থাকার সহায়ক হয়ে দাঁড়িয়েছে। বেন-গভিরের দাবি, গাজায় সহায়তা বন্ধ করলেই বিজয়ের গতি ত্বরান্বিত হবে। তিনি ঘোষণা দেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পুনরায় বিষয়টি মন্ত্রিসভার সভায় ভোটের জন্য উত্থাপন করার দাবি জানাবেন।
পাঠকের মতামত
মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল গজব তোমাদের খুব দ্রুতই গ্রাস করবে ইনশাআল্লাহ
May Allah destroy Israel and give victory to Muslims.
ওরে গাভি, তোরে পাইলে থাপড়াইতাম
হে পরম করুণাময় আল্লাহ এই জালিমদের হাত থেকে মুসলিম ভাইদের রক্ষা করুন আমীন
আল্লাহ এই যালিম একদিন শেষ করে দিবেন।
আল্লাহ এই যালিম একদিন শেষ করে দিবেন।
বেন গাভি তোমাদের ঘাসের মাঠ আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে!
বেন-গভির তুমাদের দিন শেষ হয়ে আসছে। চিন্তা করিও না, পতন হবেই তুমাদের দেশ।