ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

বিমানবন্দরে ইরানি শিশুকে তুলে আছাড় ইসরাইলির

মানবজমিন ডেস্ক

(৪ দিন আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৫ অপরাহ্ন

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিমানবন্দরে নির্যাতনের শিকার আঠারো মাস বয়সী ইরানি শিশু। ইরান-ইসরাইল সংঘাতের সময় প্রাণ বাঁচাতে রাশিয়ায় পালিয়ে আসেন এক ইরানি নারী ও তার আঠারো মাস বয়সী শিশু। তবে শেষরক্ষা হলো না। মস্কোতে পৌঁছানোর পর এক অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হন ওই নারী ও তার শিশুপুত্র। বিমানবন্দরে থাকাকালীন বেলারুশের এক নাগরিক হঠাৎ চড়াও হয় শিশুটির ওপর। তাকে তুলে সজোরে আছাড় দেয় ওই ব্যক্তি। এতে গুরুত্বর আহত হয় সে। মাথার খুলি ভেঙ্গে ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে গেছে শিশুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও শঙ্কা দেখা দিয়েছে। অনেকে দাবি করেছেন, আক্রমণকারী একজন ইহুদি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। অভিযুক্ত ব্যক্তির নাম ভøাদিমির ভিটকভ (৩১)। সে বেলারুশের নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিটকভ চারপাশ ভালোভাবে দেখে তারপর শিশুটির ওপর আক্রমণ করে। যে কিনা ছোট একটি স্যুটকেসের পাশে দাঁড়িয়ে ছিলো। শিশুটির মা পুশচেয়ার আনার জন্য গেলে সেই ফাঁকে ওই শিশুটির ওপর চড়াও হয় ভিটকভ। উল্লেখ্য, ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হলে ওই শিশু ও তার গর্ভবতী মা ইরান থেকে রাশিয়ায় পালিয়ে আসেন। এদিকে ওই হামলা জাতিগত বিদ্বেষ থেকে করা হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে তা তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত নিজেও সম্প্রতি মিশর থেকে রাশিয়া এসেছে। পুলিশ জানিয়েছে,  ওই সময় সে মাদকাসক্ত ছিলো। তার রক্তে মাদকজাতীয় দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিটকভ তার কর্মকাণ্ডের যথাযথ উত্তর দিতে পারেনি। তার ক্রিমিনাল রেকর্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলেছে, আমি এরকম ভুল আগেও করেছি। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ভিটকভের ভুক্তভোগীর সমবয়সী একটি মেয়ে আছে। ভিক্টরকে বর্তমানে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান। 
 

পাঠকের মতামত

আগামীতে রক্তে মাদকের পরিমান দেখে উড়তে হবে।ব্যাপারটা পরিস্কার হলো।

Amirswapan
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status