বিশ্বজমিন
মামদানিকে একহাত নিলেন ডনাল্ড ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ অপরাহ্ন

এবার নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে এক হাত নিলেন ডনাল্ড ট্রাম্প। তাকে তিনি শতভাগ কমিউনিস্ট উন্মাদ বলে সম্বোধন করেছেন। এছাড়া মামদানিকে সমর্থন করেন এমন আরও প্রগতিশীল নেতাদেরও সমালোচনা করেছেন ট্রাম্প। এর মধ্যে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, সিনেটর চাক শুমার উল্লেখযোগ্য। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, অবশেষে এটি হলো। ডেমোক্রেটরা তাদের সীমা লঙ্ঘন করেছে। মামদানি যিনি কিনা শতভাগ কমিউনিস্ট উন্মাদ, ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে জয় লাভ করেছেন এবং তিনি মেয়র হতে যাচ্ছেন। এর আগেও উন্মাদ বামপন্থিরা ছিলো, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। ৩৩ বছর বয়সী মামদানিকে আক্রমণ করে ট্রাম্প বলেছেন, সে দেখতে ভয়ঙ্কর। তার কণ্ঠস্বর কর্কশ এবং সে যথেষ্ট বুুদ্ধিমান না। সিনেটর চাক শুমারকে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, আমাদের কান্না করা মহান ফিলিস্তিনি সিনেটর চাক শুমারও তাকে সমর্থন করছেন। মামদানি ভারতীয় বংশোদ্ভুত মুসলিম। তিনি ভারতীয় বংশোদ্ভুত মার্কিন চলচ্চিত্র নির্মাতা মিরা নাইর এবং ভারতীয় বংশোদ্ভুত উগান্ডার মার্কসবাদী পণ্ডিত মাহমুদ মামদানির ছেলে। এদিকে প্রাইমারি নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে এবং মামদানি ৪৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। যদি চূড়ান্ত ভোটে জয়ী হন তাহলে তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়া এবং ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার কারণে ইসরাইলপন্থি গোষ্ঠীগুলোর তোপের মুখে পড়েছেন তিনি। উল্লেখ্য, নিউইয়র্কবাসীর জন্য তিনি বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। যা তাদের নজর কেড়েছে। এর মধ্যে বাসা ভাড়া সম্পূর্ণ মওকুফ, ফ্রি বাস পরিষেবা ও সর্বজনীন শিশু যত্নের বিষয় উল্লেখযোগ্য। যে শহরে তিনটি শয়নকক্ষের ভাড়া ৬ হাজার ডলার সেখানে তার প্রস্তাব মানুষের নজর কেড়েছে।