বিশ্বজমিন
এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি সম্ভব: ডনাল্ড ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনের গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করেন ডনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। শুক্রবার সাংবাদিকদের ওই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, আমার মনে হয় গাজায় খুব দ্রুত যুদ্ধবিরতি হবে। আমি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তবে বিস্তারিত জানাননি ট্রাম্প।
এদিকে জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ বলেছেন, ট্রাম্পের মন্তব্য স্বাগত জানানোর মতো। তবে যুদ্ধবিরতির বিষয়ে এই মুহূর্তে এই অঞ্চলে কোনো আলোচনা হচ্ছে না। তিনি আরও বলেছেন, ইসরাইল আসলে যুদ্ধ শেষ করতে চায় না। আরব রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তির বিনিময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করাতে হবে।
অন্যদিকে হামাস বলছে, ইসরাইলকে গাজায় যুদ্ধ বন্ধ করে উপত্যকা থেকে তাদের সেনা সরাতে হবে। হামাস এ বিষয়েও নিশ্চয়তা চায় যে, আলোচনা অব্যাহত থাকবে এবং ইসরাইল আগের বারের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করবে না।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত
You have killed all innocent people of Gaza.