বিশ্বজমিন
ইসরাইলি সেনাবাহিনীর ওপর হামলা: ৯ বসতিস্থাপনকারীকে গ্রেপ্তার
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ২:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন

এবার পশ্চিম তীর থেকে নয় বসতিস্থাপনকারীকে গ্রেপ্তার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে ইসরাইলি সেনা সদস্যের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। বুধবার অধিকৃত পশ্চিম তীরের কাফর মালেক গ্রামে স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়ায় ওই অবৈধ বসতিস্থাপনকারীরা। এতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দাঙ্গা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ইসরাইলি সেনাবাহিনী। এক পর্যায়ে শুক্রবার সেনাবাহিনীর ওপর চড়াও হয় তারা। এতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে এবং সন্দেহভাজন নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাইলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে, হামলাকারীরা একটি পুলিশ ক্রুজারের টায়ারও কেটে এবং এক পুুলিশ অফিসারকে চাপা দেয়ার চেষ্টা করে।
সূত্র: আল জাজিরা