বিশ্বজমিন
ইসরাইলের হামলায় এভিন কারাগারের ৭১ জন নিহত
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। রোববার দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ কথা জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ২৩ জুন তেহরানে অবস্থিত এভিন কারাগারে বিমান হামলা চালায় ইসরাইল। যেটি রাজনৈতিক বন্দীদের আটক রাখার জন্য বেশ পরিচিত। ১৩ জুন ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। পরে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় ইরান। এতে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের এ দুই দেশ। টানা ১২ দিনের এই যুদ্ধে উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার মধ্যে রয়েছে তেহরানে অবস্থিত এভিন কারাগার। ইরানের বিচার বিভাগীয় টিভি চ্যানেল মিজানে জাহঙ্গীর বলেন, ইসরাইলের হামলায় সরকারি কর্মকর্তা, সাজাপ্রাপ্ত আসামী, যুদ্ধে আহতদের সহায়তাকারী জোয়ান, আসামীদের সাক্ষাৎ দিতে আসা স্বজন এবং কারাগারের আশপাশের লোকজন নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় কারাগারটির প্রশাসনিক ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি জাহাঙ্গীর। এমন পরিস্থিতিতে বেঁচে থাকা আসামীদের তেহরানের অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। কারাগারটিতে বেশ কয়েকজন বিদেশী বন্দীও ছিলেন। যাদের দুইজন ফরাসি নাগরিক। গত তিন বছর যাবৎ এই কারাগারে সাজা ভোগ করছেন তারা।