ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

রামগতি পৌরসভার ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবার

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির  পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরে ১৭ কোটি ২৩ লাখ ৫৪,১৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। সোমবার  পৌরসভার  স্পন্দন কক্ষে  পৌর  প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা   সৈয়দ আমজাদ  হোসেন  বাজেট  ঘোষণা করেন। তবে বিগত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে।  রামগতি  পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরনির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মাসুদ  রেজা,  পৌর কাউন্সিলরদের দায়িত্বে নিয়োজিত অফিসারদের মধ্যে উপিস্থত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বজলুল রহমান, যুব উন্নয়ন অফিসার  মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মো. দিদার  হোসনে ও  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপন।  এছাড়া বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  তৈয়ব আলী, সাবেক  পৌরকাউন্সিলর অপরূপ দাস ও  খন্দকার দিদারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. শাহজাহান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status